shono
Advertisement

Breaking News

দলিত মহিলাকে জুতো পরিয়ে দিলেন মোদি, দেখুন ভিডিও

বিজেপির দাবি, মোদিই যোগ্য প্রধান সেবক। The post দলিত মহিলাকে জুতো পরিয়ে দিলেন মোদি, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.
Posted: 01:53 PM Apr 15, 2018Updated: 04:25 PM Dec 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দলিত ইস্যুতে নয়া চমক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছত্তিশগড়ে এক অনুষ্ঠানের মঞ্চে দলিত মহিলার পায়ে জুতো পরিয়ে দিলেন তিনি! প্রধানমন্ত্রীর এই কাণ্ডে দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান ওই মহিলা। ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

[মোদির রাজ্যে আদিবাসী তরুণীকে অপহরণ করে ২ সপ্তাহ ধরে লাগাতার ধর্ষণ]

দলিত আক্রমণ বিরোধীরা লঘু করার নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে মোদি সরকার। দলিত নিগ্রহকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। দিন কয়েক আগে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দলিত নিগ্রহের অভিযোগ তুলে অনশন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই পরিস্থিতি নিজেকে ‘দলিত-দরদী’ হিসেবে প্রমাণ করতে এক অভিনব কাণ্ড ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ছিল ভারতীয় সংবিধানের রূপকার ড: ভীমরাও আম্বেদকরের ১২৭ তম জন্মদিন। তাঁর জন্মদিনটিকে দেশ জুড়ে পালন করার কর্মসূচি নিয়েছিল বিজেপি। ছত্তিশগড়ে দলিত অধ্যূষিত জেলা বিজাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানত জঙ্গল থেকে কেন্দুপাতা সংগ্রহ করে দিন গুজরান করেন স্থানীয় দলিত মহিলারা। এদিন ‘পাদুকা-চরণ’ প্রকল্পে তাঁদের জুতো বিতরণ করেন মোদি। উদ্দেশ্য, দলিত মহিলারা যাতে জঙ্গলপথে নিরাপদ যাতায়াত করতে পারেন।

প্রকল্পটি অবশ্য দশকেরও বেশি পুরান। সরকারি প্রকল্পে প্রতিবছরই কয়েক হাজার দলিত মহিলার হাতে জুতো তুলে দেওয়া হয়। শনিবারও দেওয়া হচ্ছিল। কিন্তু, আচমকাই মঞ্চে উপর নিচু হয়ে এক দলিত মহিলাকে জুতো পরতে সাহায্য করেন মোদি স্ব্য়ং। যারপরনাই অস্বস্তিতে পড়ে যান ওই মহিলা। তবে অনুষ্ঠানে উপস্থিত দর্শক অবশ্য বেজায় খুশি হন। তুমুল হর্ষধ্বনি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান তিনি। ঘটনার সময়ে প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী কীর্তি যাতে ক্যামেরাবন্দি করতে কোনও সমস্যা না হন, তাই তড়িঘড়ি মোদির পাশ থেকে সরে যান তিনি। ঘটনা নিয়ে যথারীতি টুইটও করেছে বিজেপি। কেন্দ্রের শাসকদলের বক্তব্য, ‘সত্যিই কেন তিনি প্রধান সেবক, তা আবার দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মহিলাদের সম্মান দেওয়ার আরেকটি পথ।’

[কাঠুয়া কাণ্ডে দোষীদের শাস্তির আরজি রাষ্ট্রসংঘের, দ্রুত বিচার চান মুখ্যমন্ত্রী]

ছত্তিশগড়ে এই ‘পাদুকা-চরণ’  প্রকল্পটি পরিচালনা করে রাজ্যে মাইনরিটি ফরেস্ট প্রোডিউস কর্পোরেশন। এই প্রকল্পের কেন্দুপাতা সংগ্রহকারী দলিত পরিবারের একজন সদস্যকে এক জোড়া করে চপ্পল দেওয়া হয়। তবে যেসব পরিবার বছরে কমপক্ষে ৫০ বাণ্ডিল করে কেন্দু পাতা সংগ্রহ করেন, সেই পরিবারের সদস্যরাই এই প্রকল্পের সুবিধা পান।

দেখুন ভিডিও:

 

[চাপের মুখে উলটো সুর কাঠুয়া গণধর্ষণে পদত্যাগী মন্ত্রীর গলায়]

The post দলিত মহিলাকে জুতো পরিয়ে দিলেন মোদি, দেখুন ভিডিও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement