shono
Advertisement

সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে দেখা করবেন মোদি? কী বললেন সুকান্ত?

আগামী মাসেই বঙ্গ সফরে আসার কথা মোদির।
Posted: 01:51 PM Feb 22, 2024Updated: 04:08 PM Feb 22, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সন্দেশখালি ইস্যুতে আপাতত উত্তপ্ত রাজ্য রাজনীতি। শাসক-বিরোধীদের মধ্যে চলছে জোর কাদা ছোড়াছুড়ি। তারই মাঝে বঙ্গ সফরে নরেন্দ্র মোদি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বারাসতে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। সভা শেষে কী সন্দেশখালির বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন মোদি, তা নিয়ে জোর জল্পনা। বিজেপি রাজ্য সভাপতির দাবি, সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বন্দোবস্ত করা হবে।

Advertisement

সন্দেশখালি নিয়ে উত্তেজনার মাঝে অমিত শাহের সফর ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে আগামী ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগে ৭ মার্চ আসার কথা ছিল তাঁর। ৬ মার্চ বারাসতে মহিলাদের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মহিলা ন‌্যায় সমাবেশে বক্তব‌্য রাখবেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর দাবি, সভা শেষে নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করার ব্যবস্থা করা যেতে পারে। তবে নির্যাতিতাদের সঙ্গে আদৌ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয় কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

সন্দেশখালি কাণ্ডের জেরেই বারাসতে মোদি মহিলাদের সমাবেশে থাকবেন বলেই বিজেপি সূত্রে খবর। সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে ভোটের আগে রাজনৈতিক সুবিধা পেতে আসরে গেরুয়া শিবির। বিজেপি মনে করছে, সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সভা ভোটের মুখে বিজেপি কর্মীদের অক্সিজেন জোগাবে।

[আরও পড়ুন: ‘হাত বেঁধেছে আদালত, নইলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে রাজ্য পুলিশই’, দাবি অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার