shono
Advertisement
PM Modi

এলন মাস্কের সঙ্গে বৈঠক মোদির, আলোচনায় উঠে এল মহাকাশ থেকে প্রযুক্তি

মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।
Published By: Biswadip DeyPosted: 12:25 AM Feb 14, 2025Updated: 12:25 AM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনকুবের এলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই, ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির মেগা বৈঠক রয়েছে।

Advertisement

মাস্কের সঙ্গে বৈঠকের কথা এক্স হ্যান্ডলে লিখতে গিয়ে মোদি লেখেন, 'ওয়াশিংটনে এলন মাস্কের সঙ্গে অত্যন্ত চমৎকার একটি বৈঠক হয়েছে। নানা বিষয়ে কথা হয়েছে আমাদের। এর মধ্যে যেগুলি সম্পর্কে ওঁর প্যাশন রয়েছে, যেমন মহাকাশ, প্রযুক্তি, আবিষ্কার। আমি কথা বললাম 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' প্রতিষ্ঠায় ভারতের প্রচেষ্টা সম্পর্কে।'

এরই পাশাপাশি মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও এদিন বৈঠক হয় মোদির। সেই অভিজ্ঞতার কথা লিখতে গিয়ে মোদি জানিয়েছেন, ভারতের 'ভালো বন্ধু' মাইকেলের সঙ্গে প্রতিরক্ষা, প্রযুক্তি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে তাঁর।

দুদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরে তাঁর একাধিক কর্মসূচির মধ্যে যেদিকে সবচেয়ে বেশি নজর থাকবে তা নিঃসন্দেহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। যা হওয়ার কথা কয়েক ঘণ্টার মধ্যেই। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন মসনদে বসার পর এই প্রথম তাঁর সঙ্গে বৈঠক করবেন মোদি। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুল্ক থেকে অভিবাসী ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে।

ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এযাবৎ তিনজন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা। আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসী গাবার্ড পরিচিত ‘মোদির বন্ধু’ হিসেবেই। ক্ষমতায় ফিরে গোয়েন্দা প্রধান হিসাবে তুলসীকে মনোনীত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা সফরে গিয়ে তুলসীর সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান নমো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • এছাড়াও মার্কিন নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গেও বৈঠক করেন তিনি।
  • ভারতীয় সময় রাত আড়াইটে নাগাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির মেগা বৈঠক রয়েছে।
Advertisement