shono
Advertisement
PM Modi

'২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ', চাকরি বাতিলে 'দুর্নীতিগ্রস্ত' তৃণমূলকে দুষলেন মোদি

চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মাঝে মালদহ উত্তরের সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, "যুবক প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে।"
Posted: 11:37 AM Apr 26, 2024Updated: 01:11 PM Apr 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরই মাঝে মালদহ উত্তরের সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বললেন, "যুবপ্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে।"

Advertisement

নিয়োগ থেকে রেশন, ভোটের বাজারে রাজ্যের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকেই হাতিয়ার করেছে বিজেপি। এসবের মাঝে ২০১৬ সালের প্যানেলের ২৬ হাজার চাকরি বাতিল বিজেপির কাছে নতুন 'অস্ত্র'। শুক্রবার মালদহের সভা থেকে সেই 'অস্ত্রে'ই শাসকদলকে ঘায়েল করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। চাকরি বাতিল ও যুবপ্রজন্মের ভবিষ্যৎ নষ্টের জন্য তৃণমূলকেই দায়ী করলেন তিনি। বললেন, "যুবপ্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে। এত গুলো পরিবার অন্ধকারে।" মোদির কথায়, "একদল চাকরি পেতে ধার করে তৃণমূলকে টাকা দিয়েছে। আজ পরিবারগুলোর ভবিষ্যৎ অন্ধকারে।" তবে শুধু চাকরি দুর্নীতি নয়। আরও একাধিক দুর্নীতির ইস্যুতে এদিন রাজ্য সরকার তথা তৃণমূলকে দুষেছেন মোদি।

[আরও পড়ুন: পার্থর আমলেই বদল OMR সংরক্ষণের নিয়মে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর উপর দায় চাপালেন ব্রাত্য]

প্রসঙ্গত, নিয়োগ দু্র্নীতি নিয়ে গত কয়েকবছর ধরে সরগরম রাজ্য-রাজনীতি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি সপ্তাহে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। যার ফলে কার্যত অন্ধকারে সকলে। ঘটনাচক্রে যোগ্যরাও শাস্তির কোপে পড়েছেন। যা নিয়ে চর্চা চলছে সর্বত্র। বাংলায় এসে গোটা ঘটনার দায় তৃণমূলের কাঁধেই চাপালেন মোদি।

[আরও পড়ুন: ভোটের বাংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, খুনের অভিযোগে সরব গেরুয়া শিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চাকরি বাতিল নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।
  • এরই মাঝে মালদহ উত্তরের সভা থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
  • বললেন, "যুবক প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করেছে তৃণমূল। ২৬ হাজার পরিবারের রুজিরুটি শেষ করে দিয়েছে।"
Advertisement