সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের নির্বাচনে 'আব কি বার ৪০০ পার' স্লোগান দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ গোটা বিজেপি নেতৃত্বকেই। এনডিএ এবার ৪০০ আসন পাবে, এমনই দাবি পদ্ম শিবিরের। মঙ্গলবার মধ্যপ্রদেশের ধরে এক জনসভায় এপ্রসঙ্গ ফের উঠে এল মোদির মুখে। সেই সঙ্গে তাঁর দাবি, তাঁরা চান কংগ্রেস যেন কোনওভাবে রামমন্দিরে 'বাবরি তালা' লাগাতে না পারে।
এদিনের জনসভায় মোদি বলেন, মানুষের জানা উচিত কেন তিনি ৪০০ পার করার কথা বলছেন। তাঁর কথায়, ''মোদি ৪০০ আসন চাইছে কেননা তাহলে আমার পক্ষে ইন্ডি জোট ও কংগ্রেসের সব ষড়যন্ত্র ফাঁস করে দেওয়া হবে। মোদি ৪০০ আসন চায় যাতে কংগ্রেস ফের ৩৭০ ধারা ফিরিয়ে আনতে না পারে। মোদি ৪০০ আসন চায় যাতে কংগ্রেস রামমন্দিরে বাবরি তালা লাগিয়ে দিতে না পারে।''
[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]
এরই পাশাপাশি মোদির (PM Modi) আরও দাবি, তাঁর ৪০০ আসন চাইবার পিছনে আর এক কারণ দেশের ফাঁকা জমি ও দ্বীপ যাতে কংগ্রেস অন্য দেশের হাতে তুলে দিতে না পারে তা নিশ্চিত করা। এমনকী, কংগ্রেস ক্ষমতায় এসে তফসিলি জাতি, উপজাতি ও ওবিসিদের সংরক্ষণ যাতে তুলে নিতে পারে, সেই কারণেও তিনি ৪০০ আসন চাইছেন বলে দাবি মোদির।
প্রসঙ্গত, ‘তিসরি বার মোদি সরকার, আব কি বার ৪০০ পার।’ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এটাই বিজেপি (BJP) তথা এনডিএ জোটের স্লোগান। যা নিয়ে বিজেপিকে তুমুল আক্রমণ করতে দেখা গিয়েছে কংগ্রেসকে। রাহুল গান্ধী (Rahul Gandhi)বলেছেন,‘ম্যাচ-ফিক্সিং’ ছাড়া ৪০০ পার সম্ভব নয়। ঘুরিয়ে নির্বাচন কমিশনের ‘পক্ষপাতিত্ব’ এবং বিরোধী দলগুলির উপর সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ তৈরির প্রসঙ্গ টানেন কংগ্রেস নেতা। পরেও এই ধরনের খোঁচা দিতে দেখা গিয়েছে কংগ্রেসকে। মোদিও পালটা আক্রমণ করেছেন বিরোধীদের। সেই আক্রমণের ঝাঁজ মঙ্গলবারও বজায় রাখলেন তিনি।