সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি (BJP)। প্রধানমন্ত্রীর কুরসিতে নিজেকেই দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যেই সাফ বোঝা গেল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (2024 Loksabha Election) বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী তিনি। শুধু তাই নয়, মোদি সাফ ঘোষণা করেন যে প্রধানমন্ত্রী হিসাবে তাঁর তৃতীয় দফায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। আইটিপিও কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানেই এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বক্তৃতা দিতে গিয়ে মোদি বলেন, “বিজেপি সরকার যখন প্রথমবার ক্ষমতায় আসে তখন বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতি ছিল ভারত। আমাদের দ্বিতীয় কার্যকালে ভারত পঞ্চম স্থানে উঠে এসেছে। যখন তৃতীয়বার ক্ষমতায় ফিরব তখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে ভারত। প্রধানমন্ত্রী হিসাবে আমার তৃতীয় দফায় বিশ্বের সেরা তিনটি অর্থনীতির মধ্যে একটি দেশ হবে ভারত, এটাই মোদির গ্যারান্টি।”
[আরও পড়ুন: বিহারে বিদ্যুৎ মাশুলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের গুলি, মৃত ১, নীতীশকে তোপ বিজেপির]
দারিদ্র্য দূরীকরণে ভারতের দ্রুত উন্নতির কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তৃতায়। গত পাঁচ বছরে ১৩.৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত হয়েছে ভারতের এই সাফল্য। সেই প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, গত নয় বছরে সরকার যা সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশের উন্নতি হয়েছে। নানা ক্ষেত্রে সাফল্যও মিলেছে। তবে আমাদের লক্ষ্য, আগামী ২৫ বছরের মধ্যে ভারতকে উন্নত দেশগুলির মধ্যে তুলে ধরে।”
এই সম্মেলন থেকেই বিরোধীদেরও একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভাল কাজে অযথা কটাক্ষ করে বাধা দেওয়াই বিরোধীদের স্বভাব। উদাহরণ হিসাবে কর্তব্য পথের উল্লেখ করেন মোদি। তিনি বলেন, “কর্তব্য পথ যখন তৈরি হচ্ছিল তখন প্রচুর নিন্দার খবর এসেছিল। কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে তাঁরাই প্রশংসা করেছেন।”