shono
Advertisement
PM Modi

প্রত্যেক 'অনুপ্রবেশকারী'কে ফিরিয়ে নেবে ভারত, মার্কিন মুলুকে ঘোষণা 'প্রস্তুত' মোদির

গত সপ্তাহে হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শেকল বেঁধে আমেরিকা থেকে ফেরানো হয়েছিল ১০৪ জন ভারতীয়কে।
Published By: Anwesha AdhikaryPosted: 10:02 AM Feb 14, 2025Updated: 01:20 PM Feb 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুক থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারী নাগরিককে ফিরিয়ে নেবে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ কথা, বেআইনিভাবে প্রবেশ করে বিশ্বের কোনও দেশেই থাকার অধিকার নেই। সেই সঙ্গে জানালেন, আমজনতাকে ভুল বুঝিয়ে পাচার করা হচ্ছে।

Advertisement

গত সপ্তাহে হাতে হাতকড়া পরিয়ে, পায়ে শেকল বেঁধে আমেরিকা থেকে ফেরানো হয়েছিল ১০৪ জন ভারতীয়কে। তারপর এই প্রথমবার অনুপ্রবেশকারীদের ফেরানো প্রসঙ্গে কথা বলতে শোনা গেল মোদিকে। মার্কিন মুলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারতের দরিদ্র যুবকদের ভুল বুঝিয়ে বিদেশে পাঠানো হচ্ছে। অতি সাধারণ পরিবারের সন্তানদের বড় বড় স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে। অনেকে জানেও না কেন তাদের এভাবে পাঠিয়ে দেওয়া হল। অনেককে পাচার করে দেওয়া হয়েছে।"

মোদি আরও বলেন, মানব পাচারের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে হবে ভারত এবং আমেরিকাকে। পাচারচক্রকে নির্মূল করতে 'যুদ্ধে' নেমেছে ভারত। প্রধানমন্ত্রীর আশা, এই যুদ্ধে সর্বতোভাবে সাহায্য করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রসঙ্গত, প্রেসিডেন্টের কুর্সিতে বসেই 'অনুপ্রবেশকারী হঠাও' অভিযান শুরু করেছেন ট্রাম্প। মার্কিন মুলুক থেকে 'তাড়ানো' হচ্ছে শয়ে শয়ে মানুষকে। উল্লেখ্য, মোদি বরাবর ভারত থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরানোর কথা বলেছেন। তাই মার্কিন মুলুক থেকে আসা অনুপ্রবেশকারীদের মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। 

প্রথম থেকেই অভিবাসীদের ফেরানো নিয়ে আমেরিকার সিদ্ধান্তে সায় দিয়েছে ভার‍ত। গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই তিনি বলেন, অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে। সূত্রের খবর, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে ‘অনুপ্রবেশকারী’ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এবার তাঁদের আমেরিকা থেকে ‘বিতাড়িত’ করার প্রক্রিয়াও শুরু হয়েছে, খবর রয়টার্স সূত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন মুলুকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ভারতের দরিদ্র যুবকদের ভুল বুঝিয়ে বিদেশে পাঠানো হচ্ছে।"
  • মোদি আরও বলেন, মানব পাচারের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করতে হবে ভারত এবং আমেরিকাকে।
  • প্রথম থেকেই অভিবাসীদের ফেরানো নিয়ে আমেরিকার সিদ্ধান্তে সায় দিয়েছে ভার‍ত।
Advertisement