shono
Advertisement

‘বিরোধীরা আমার মৃত্যু কামনা করে, এতে আমি আনন্দিত’, কেন এমন বললেন মোদি?

রবিবার বারাণসীতে এক জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী।
Posted: 08:49 PM Feb 27, 2022Updated: 08:49 PM Feb 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীরা কামনা করে তাঁর মৃত্যু হোক কাশীতেই (Kashi)। কিন্তু এতে তিনি উচ্ছ্বসিতই। কারণ তাতে জীবনের শেষ দিন পর্যন্ত এখানকার মানুষদের সেবা করার সুযোগ পাবেন তিনি। বারাণসীতে ভোটপ্রচারে এসে এভাবেই বিরোধীদের কটাক্ষ করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)।

Advertisement

গত ১০ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন (UP election 2022)। সাত দফার ভোটের শেষ পর্ব ৭ মার্চ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, রবিবার বারাণসীতে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই তাঁকে বলতে শোনা গেল, ”কাশীতেই আমার মৃত্যুকামনা করা হয়েছে। রাজনীতি করতে এসে ভারতের বহু নেতাকে নিচে নামতে দেখেছি। কিন্তু কাশীতে আমার মৃত্যুকামনা করার ঘটনায় আমি আনন্দই পেয়েছি। কেননা, তার মানে মৃত্যু পর্যন্ত আমি কাশীকে ছাড়ব না। আর কাশীর মানুষও আমাকে ছাড়বেন না।”

[আরও পড়ুন: যুদ্ধ শেষের পথে? পরমাণু হামলার আশঙ্কার মাঝেই রাশিয়ার সঙ্গে বৈঠকে রাজি ইউক্রেন]

আসলে প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করলেও ওয়াকিবহাল মহলের বুঝতে অসুবিধা হয়নি, তিনি কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে। কী বলেছিলেন অখিলেশ? গত বছর থেকে বারবার নানা সরকারি অনুষ্ঠানে যোগ দিতে কাশীতে আসতে দেখা গিয়েছে মোদিকে। বিরোধীদের খোঁচা ছিল, ভোটের কথা মাথায় রেখেই বারবার এভাবে বারাণসীতে আসছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এক মাসেরও বেশি সময় ধরে বারাণসীতে কাটিয়ে গিয়েছিলেন তিনি। এপ্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অখিলেশ বলেন, ”ভালই তো। ওরা এক মাস কেন, দুই তিন মাসও থাকতে পারেন। এটাই ওঁদের থাকার ভাল জায়গা। মানুষ তো নিজের শেষ দিনগুলি বারাণসীতেই থাকতে চায়।”

হিন্দু শাস্ত্রমতে, বারাণসীর গঙ্গাঘাটে জীবনের শেষ সময় অতিবাহিত করলে তাতে পুণ্যলাভ হয়। সেই কারণেই বহু ক্ষেত্রেই মৃতপ্রায় মানুষকে এখানে নিয়ে আসা হয়। সেই প্রসঙ্গ তুলে এভাবে মোদিকে খোঁচা মারার কারণে আগেই বিজেপির সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন অখিলেশ। এবার মোদিও কটাক্ষে ভরিয়ে দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

[আরও পড়ুন: ওষুধ সংস্থার কর্মী সেজে কোটি টাকার প্রতারণা! কলকাতা পুলিশের জালে নাইজেরিয়ার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement