shono
Advertisement
PM Modi

'দেশের উন্নতির স্বার্থে ঝুঁকি নেয় সরকার', ভোটপ্রচারে বিজেপি মডেলের গুণগান মোদির

Published By: Anwesha AdhikaryPosted: 09:38 PM May 12, 2024Updated: 09:43 PM May 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদর্শ সরকার কেমন হবে, সেই উদাহরণ তুলে ধরেছে বিজেপি (BJP)। বর্তমান সরকার যথেষ্ট ঝুঁকি নেয়, যার ফলে দেশের উন্নতি হচ্ছে। পাটনায় নির্বাচনী প্রচার করতে গিয়ে এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার প্রথমবার পাটনায় রোড শো করেন তিনি। সেখান থেকেই একাধিক বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন।

Advertisement

চলতি লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রচারে বিহারে একাধিকবার জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তবে রবিবার পাটনায় জীবনে প্রথমবার রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রোড শো চলাকালীনই একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেন মোদি। সেখানেই তিনি সাফ জানান, দেশবাসীর কাছে সুশাসনের মডেল তুলে ধরেছে বিজেপি।

[আরও পড়ুন: 'বিভ্রান্তি' ছড়িয়ে ফের অস্বস্তিতে রামদেব, সুপ্রিম ভর্ৎসনার পর এবার সমন হরিদ্বার আদালতের]

মোদি বলেন, "কীভাবে দেশ পরিচালনা করতে হবে, দেশবাসীর কাছে তার আদর্শ মডেল তুলে ধরেছে বিজেপি। এর আগে কংগ্রেস মডেল, বাম মডেল, জোট মডেল-নানা ধরনের সরকার দেখেছেন ভারতবাসী। কিন্তু বিজেপি মডেল তাদের থেকে অনেক আলাদা। আগের সরকারগুলোর তুলনায় অনেক বেশি ঝুঁকি নিতে পারে বিজেপি সরকার। সেই ঝুঁকিগুলোর কারণেই দেশ আরও উন্নতি করছে।" বিশেষজ্ঞদের মতে, গত ১০ বছরে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, যার কারণে তোলপাড় হয়েছে জাতীয় রাজনীতিতে।

তিন তালাক রদ, ৩৭০ ধারা বিলোপ, অভিন্ন দেওয়ানি বিধির প্রণয়ন, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর- প্রত্যেকটি সিদ্ধান্তেই দেশের উন্নতি হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। যদিও প্রত্যেকটি সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই তুমুল সমালোচনা করেছেন বিরোধীরা। এই সিদ্ধান্ত বদল করতে আদালতের দ্বারস্থও হয়েছেন তাঁরা। কিন্তু মোদির কথায়, আগামী দিনে এই 'ঝুঁকিপূর্ণ' মডেল অনুসরণ করেই উন্নতির পথে এগিয়ে যাবে দেশ।

[আরও পড়ুন: মোদির ‘মঙ্গলসূত্র’ থেকে মমতার হিন্দি শায়েরি, রচনা-দিলীপের ডায়লগে জমজমাট বাংলার ভোট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার পাটনায় জীবনে প্রথমবার রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।
  • মোদি বলেন, "কীভাবে দেশ পরিচালনা করতে হবে, দেশবাসীর কাছে তার আদর্শ মডেল তুলে ধরেছে বিজেপি।
  • মোদির কথায়, আগামী দিনে এই 'ঝুঁকিপূর্ণ' মডেল অনুসরণ করেই উন্নতির পথে এগিয়ে যাবে দেশ।
Advertisement