shono
Advertisement

দেশের মেট্রো মানচিত্রে নয়া সংযোজন নিজামের শহর, উদ্বোধনে মোদি

হায়দরাবাদে সূচনালগ্নে কোন ইতিহাস সৃষ্টি করবে নয়া মেট্রো রেল? The post দেশের মেট্রো মানচিত্রে নয়া সংযোজন নিজামের শহর, উদ্বোধনে মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 01:08 PM Nov 26, 2017Updated: 03:44 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচির পর এবার হায়দরাবাদ। দেশের মেট্রো মানচিত্রে দক্ষিণ ভারতের আরও একটি শহর। আগামী মঙ্গলবার নিজামের শহরে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হায়দরাবাদে সূচনালগ্নে ইতিহাস সৃষ্টি করবে নয়া মেট্রো রেল। প্রথমদিনেই সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে।

Advertisement

[কোচিতে মেট্রো প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, চাকরি পাবেন রূপান্তরকামীরাও]

শুরু হয়েছিল কলকাতাতেই। ১৯৮৪ সালে এই শহরে দেশের প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল। দেখতে দেখতে তিন দশক পেরিয়ে গেল। এখন দেশের সবকটি বড় শহরের মেট্রো পরিষেবা চালু করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার। মেট্রোর যাত্রাপথও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক মাস আগেই কেরলে কোচি ও উত্তরপ্রদেশের লখনউ-তে মেট্রোর পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর এবার মেট্রোয় চড়তে পারবেন হায়দরাবাদের বাসিন্দারাও। বস্তুত, নিজামের শহরের  বহুদিন ধরেই মেট্রোর লাইন পাতা কাজ চলছিল। শনিবার শহরের পরীক্ষামূলকভাবে মেট্রো রেলে সওয়ার হন তেলেঙ্গানার পুর ও নগরোন্নয়নমন্ত্রী কেটি রামা রাও। তাঁর সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন মন্ত্রী, জনপ্রতিনিধিরা ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। কেটি রামা রাও জানিয়েছেন, আগামী মঙ্গলবার মিয়াপুর থেকে নাগোলে পর্যন্ত প্রায় ৩০ কিমি পথে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বুধবার থেকে মেট্রো ব্যবহার করতে পারবেন সাধারণ নাগরিকরা।

[মাঝপথে রাস্তা শেষ, অসম্পূর্ণ ফ্লাইওভার থেকে পড়ে আরোহীদের বেঘোরে মৃত্যু]

জানা গিয়েছে, মঙ্গলবার উদ্বোধনের পর, মিয়াপুর থেকে কুকটপল্লী যাবেন মোদি ও কেসিআর। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো চলবে হায়দরাবাদে। পরবর্তীকালে পরিস্থিতি বুঝে ভোর সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত মেট্রো চালানো হতে পারে। প্রথমদিনেই হায়দরাবাদে মেট্রো রেল পাড়ি দেবে ৩০ কিমি পথ। দেশের আর কোনও শহরে প্রথমিদিনে এত লম্বা পথে মেট্রো চলেনি। খুব তাড়াতাড়ি মেট্রোর ভাড়া ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।

[জানেন, বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কোন ধর্মস্থলে যান?]

The post দেশের মেট্রো মানচিত্রে নয়া সংযোজন নিজামের শহর, উদ্বোধনে মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement