সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী ছত্তিশগড় (Chhattisgarh) সফরে মোদির দিগম্বর সন্ত দর্শন। রবিবার সকালে রাজনন্দনগাও জেলায় জৈন সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান দোনাগড়গড়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানেই জৈন গুরু আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর মহারাজের (Acharya Shri 108 Vidhyasagar Maharaj) সঙ্গে দেখা করেন তিনি। পায়ে হাত দিয়ে তাঁর আশীর্বাদ নেন। করজোড়ে প্রণামের সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মোদি।
রবিবার ভোরে মহারাষ্ট্রের গোন্ডিয়া বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলকপ্টারে ডোঙ্গারগড়ে পৌঁছান মোদি। পাহাড়ের কোলে অবস্থিত মা বমলেশ্বরী মন্দিরে পুজো দেন। এর পরেই চন্দ্রগিরির বিখ্যাত জৈন মন্দিরে যান প্রধানমন্ত্রী। দেখা করেন দিগম্বর জৈন গুরু আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর মহারাজের সঙ্গে। এক্স হ্যান্ডেলে মোদির পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, করজোড়ে জৈন সন্তের পায়ের কাছে মাথা নত মোদি। হাসি মুখে আশীর্বাদের ভঙ্গিতে দেখা যায় সন্তকেও। জৈন সন্তের আশীর্বাদ গ্রহণের তিনটি ছবি পোস্ট করার পাশাপাশি এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর জি মহারাজ জির আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য বোধ করছি।”
[আরও পড়ুন: লোকসভায় ভালো ফলের আশা নেই! ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে ‘দিশাহীন’ আলিমুদ্দিন]
প্রসঙ্গত, ছত্তিশগড়ে প্রথম দফায় ২০টি আসনে নির্বাচন হবে ৭ নভেম্বর মঙ্গলবার। ওই ২০ আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের অন্তর্ভুক্ত। ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭০ আসনে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর। গতকালই মাওবাদীদের হাতে বিজেপি নেতার খুনের ঘটনায় রাজ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।