সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপ চ্যানেল (WhatsApp Channel) লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানে মিলবে তাঁর সম্পর্কে যাবতীয় আপডেট। বুধবারই লঞ্চ হয়েছে মেটার নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর সেই চ্যানেলে এবার দেখা মিলবে মোদিরও।
ঠিক কী এই হোয়াটসঅ্যাপ চ্যানেল?
এই চ্যানেলে অ্যাডমিনরা নানা ধরনের কনটেন্ট শেয়ার করবেন ফলোয়ারদের সঙ্গে। সেখানে টেক্সট থেকে মাল্টিমিডিয়া, পোল সবই থাকবে। ফলে ব্যক্তি থেকে সংগঠন, ইউজাররা চাইলেই সেই সংক্রান্ত চ্যানেলের মাধ্যমে সব আপডেট পাবেন।
[আরও পড়ুন: ‘গ্রহাণু জয়’ করে সুদূর মহাকাশ থেকে ফিরছে নাসার যান, অবদান বাঙালি বিজ্ঞানীরও]
জেনে নিন কী করে মোদির হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবেন:
১. প্রথমে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেটে যান।
২. স্ক্রিনের একেবারে নিচে লেখা রয়েছে ‘ফাইন্ড চ্যানেলস’ অপশন। সেখানে ট্যাপ করুন।
৩. এরপরই দেখা মিলবে চ্যানেলের তালিকা। সেখান থেকে মোদির নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। তাহলেই মোদির চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন। প্রধানমন্ত্রীর মেসেজ ও আপডেটে ‘রিঅ্যাকশন’ও জানানো যাবে।
৪. হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাডমিনরা আপডেট ও কনটেন্ট ৩০ দিন অন্তর বদলাতে থাকেন। এরপরই কিন্তু পুরনো আপডেটগুলো মুছে যাবে।