shono
Advertisement
PM Narendra Modi

১০০ মিলিয়ন পার! X হ্যান্ডেলে ফলোয়ার্সের নিরিখে বিশ্বসেরা মোদি, ধারেকাছে কেউ নেই

এক্স (সাবেক টুইটার)-এ যোগ দেওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন প্রধানমন্ত্রী।
Published By: Amit Kumar DasPosted: 08:44 PM Jul 14, 2024Updated: 08:44 PM Jul 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে তবে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় ভাটা পড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে টপকে রবিবার এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করলেন ভারতের প্রধানমন্ত্রী। এক্স (সাবেক টুইটার)-এ যোগ দেওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই জনপ্রিয়তার শিখরে উঠলেন প্রধানমন্ত্রী।

Advertisement

রিপোর্ট বলছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি যে নেতাকে বর্তমানে মানুষ ফলো করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদির ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়ন পার করলেও মোদি ফলো করেন মাত্র ২ হাজার ৬৭১ জনকে। তথ্য অনুযায়ী, ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। বর্তমানে এলন মাস্কের আওতাধীন হয়ে এই টুইটারই হয় এক্স হ্যান্ডেল। টুইটারে যোগ দেওয়ার মাত্র ১ বছরের মধ্যে তাঁর ফলোয়ার্স সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে যায়। জুলাই ২০২০ সালে এই সংখ্যা পৌঁছয় ৬০ মিলিয়নে।

[আরও পড়ুন: মাটি খুঁড়তেই ‘ঐতিহাসিক’ রত্নভাণ্ডার! বিপুল সোনা, রুপো দেখে ‘থ’ মনরেগা শ্রমিকরা]

তবে সোশাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা বাড়লেও দেশে তাঁর জনপ্রিয়তায় যে ধীরে ধীরে কমতির দিকে তা লোকসভা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট। এবার ৪০০ পারের লক্ষ্য নিয়ে ময়দানে নেমে মাত্র ২৪০ আসনে থামতে হয়েছে বিজেপিকে। লোকসভা ভোটে এবার সেভাবে কাজ করেনি মোদি ম্যাজিক। দেশের পাশাপাশি নিজের কেন্দ্র বারাণসীতেও এবার হতাশ হতে হয়েছে মোদিকে। জয়ী হলেও গতবারের তুলনায় এবার অনেকটাই কমেছে মোদির ভোট। ফলে এক্স হ্যান্ডেলে ফলোয়ার্স বাড়লেও বাস্তবের মাটিতে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা রীতিমতো প্রশ্নের মুখে।

[আরও পড়ুন: অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সেনার গুলিতে খতম ৩ জঙ্গি]

এদিকে নরেন্দ্র মোদির ফলোয়ার ১০০ মিলিয়ন পার করলেও তাঁর তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তাঁর ফলোয়ার ৩৫.২ মিলিয়ন। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার সংখ্যা ২৬.৪ মিলিয়ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক্স হ্যান্ডেলে ১০০ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করলেন ভারতের প্রধানমন্ত্রী।
  • ২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটারে অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি।
  • এক্স হ্যান্ডেলে অমিত শাহের ফলোয়ার সংখ্যা ৩৫.২ মিলিয়ন।
Advertisement