shono
Advertisement

‘ভারত বিরোধী কাজে মদত দিচ্ছে পাকিস্তান’, ফোনে ট্রাম্পকে জানালেন মোদি

৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী৷ The post ‘ভারত বিরোধী কাজে মদত দিচ্ছে পাকিস্তান’, ফোনে ট্রাম্পকে জানালেন মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 PM Aug 19, 2019Updated: 09:34 PM Aug 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, তিরিশ মিনিটের কথাবার্তায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন নরেন্দ্র মোদি৷ স্পষ্ট জানান, ভারত বিরোধী কাজকর্মে উসকানি ও প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তান৷ যা কোনও ভাবেই দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভাল লক্ষণ নয়৷

Advertisement

[ আরও পড়ুন: সাম্প্রদায়িক উসকানির জের, জাকির নায়েককে নিষিদ্ধ করল মালয়েশিয়ার একাধিক প্রদেশ ]

নয়াদিল্লি সূত্রে খবর, এদিন সন্ত্রাসবাদ ইস্যুতেও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথাবার্তা হয়৷ দক্ষিণ এশিয়ায় তৎপর জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ভারতকে সাহায্যের আশ্বাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ পাশাপাশি, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পক্ষেও সওয়াল করেন তিনি৷ এছাড়া, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার বিষয়েও কথা বলেন নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প৷

[ আরও পড়ুন: সংযুক্ত আরব আমিরশাহীর সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ]

উল্লেখ্য, ২২ জুলাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর কাশ্মীর ইস্যুতে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ যা কার্যত লুফে নিয়েছিল ইসলামাবাদ৷ কিন্তু প্রথম থেকেই ট্রাম্পের সেই আরজির বিরোধিতা করেছে ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না৷ তবে সম্প্রতি এই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে তিনি সাফ জানান, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা তখনই সম্ভব হবে, যদি ভারত-পাকিস্তান উভয় এই প্রস্তাব স্বীকার করবে৷ যেহেতু ভারত প্রথম থেকেই এই মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে, তাই ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনও সম্ভাবনা নেই৷

The post ‘ভারত বিরোধী কাজে মদত দিচ্ছে পাকিস্তান’, ফোনে ট্রাম্পকে জানালেন মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement