shono
Advertisement

‘বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি

‘ওল্ড ওয়াইন ইন নিউ বটল’, বাজেটের সমালোচনায় সরব কংগ্রেস নেতা অধীর চৌধুরি৷ The post ‘বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:09 PM Jul 05, 2019Updated: 03:13 PM Jul 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘এই বাজেট মানুষের বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট৷ গ্রিন বাজেট৷ গ্রাম, গরিব ও কিষাণের স্বার্থে বাজেট৷ দেশের বিকাশে গতি আনবে এই বাজেট৷’’ তাঁর সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম পূর্ণাঙ্গ বাজেট সম্পর্কে এমনই ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এমন উন্নয়নমুখী বাজেট পেশের জন্য তিনি ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে৷ তবে বাজেটের সমালোচনা করেছে কংগ্রেস৷

Advertisement

[ আরও পড়ুন: ২০২০ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারতের, ঘোষণা অর্থমন্ত্রীর

এ দিন প্রধানমন্ত্রী জানান, গত পাঁচ বছরে দেশ অনেক এগিয়েছে৷ ঘরে ঘরে বিদ্যুৎ ও গ্যাস পৌঁছে গিয়েছে৷ ভিআইপি কালচারের অবসান ঘটেছে৷ মানুষ বুঝতে পেরেছে যে দেশ সঠিক দিশায় এগোচ্ছে এবং উন্নয়নের লক্ষ্যে অটল রয়েছে৷ বাজেটের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই বাজেট নয়া ভারত তৈরিতে গতি আনবে৷ ২০২২-এ স্বাধীনতার ৭৫ বছরে নতুন মার্গদর্শন করাবে এবং গরীব ও কৃষকদের স্বাবলম্বী করবে৷’’

তিনি আরও বলেন, ‘‘ ৫ ট্রিলিয়ন ডলারের অর্থ ব্যবস্থার স্বপ্নকে সত্যি করবে এই বাজেট৷কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন হবে৷ বাজেটে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় বিনিয়োগ করা হয়েছে৷ যা কৃষকদের আয়কে দ্বিগুণ করবে৷ এবং গ্রামীণ রোজগারের সুযোগ বাড়বে৷ মৎস্যজীবীদের রোজগার বাড়াতেও বাজেটে পদক্ষেপ গৃহীত হয়েছে৷ এ ছাড়া জল সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে৷’’ বাজেটকে ‘স্বপ্ন ও সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নয়া উদ্যোগ’ উল্লেখ করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শেষ করেন প্রধানমন্ত্রী৷

[ আরও পড়ুন: বাজেট ২০১৯: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে উচ্চবিত্তদের উপর কর বাড়াল সরকার ]

বাজেটকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে সবচেয়ে উন্নয়নমুখী বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমণ জি৷ যা ১৩০ কোটি দেশবাসীকে সহায়তা করবে৷ যা দেশের গরিব, কৃষক, যুবক ও মহিলাদের স্বপ্নকে সত্যি করবে৷’’ স্বরাষ্ট্রমন্ত্রীর সুরেই বাজেটকে সদর্থক বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানান, সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে কার্যকরী বাজেট৷ এই বাজেট ৫ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রাকে পূরণ করবে৷

যদিও এই বাজেট খুব একটা খুশি করতে পারেনি বিরোধীদের৷ এই বাজেটকে ‘ওল্ড ওয়াইন, ইন নিউ বটল’ বলেই ব্যাখ্যা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি৷

The post ‘বিশ্বাস ও আকাঙ্ক্ষার বাজেট’, অর্থমন্ত্রীর প্রশংসায় মোদি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement