সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেট নিয়ে সেলিব্রেট করে জরিমানা হয়েছে? তাতে কী! তাই বলে তো আর উচ্ছ্বাসের স্টাইল বদলে যাবে না। বরং ইডেনে সেই সেলিব্রেশনকে আরও খানিক আপগ্রেড করে ফেললেন তিনি। ঠিক ধরেছেন, দিগ্বেশ সিং রাঠির নোটবুক সেলিব্রেশন বদলে গেল পিচবুক সেলিব্রেশনে।

এবার কী করলেন লখনউ সুপার জায়ান্টসের স্পিনার? মঙ্গলবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে লখনউ। পাহাড়প্রমাণ ২৩৯ রান তাড়া করতে নেমে বেশ চাপেই ছিলেন অজিঙ্ক রাহানেরা। সেই সময় সপ্তম ওভারে বল করতে আসেন দিগ্বেশ। স্ট্রাইকে তখন সুনীল নারিন। যাঁকে নিজের আদর্শ বলেই মানেন লখনউয়ের তরুণ তুর্কি। সেই সুনীলের উইকেট তুলে নিয়েই পিচ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। নোটবুক নয়, এবার হাঁটু মুড়ে বসে পিচে কিছু লেখার ভঙ্গিমায় ধরা দেন তিনি। যে দৃশ্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে বিষয়টি উপভোগ করলেও কেউ কেউ বলছেন, এহেন কাণ্ড বারবার ঘটিয়ে 'ব্যাড বয়' তকমা পেতে পারেন তিনি। এদিন চার ওভারে ৩৩ রান করে একটিই উইকেট নেন দিগ্বেশ।
উল্লেখ্য, পাঞ্জাবের বিরুদ্ধে প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুকে কিছু লেখার অভিনয়ে মেতে উঠেছিলেন দিগ্বেশ। তখন তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। তারপরও অবশ্য নিজের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি বদলায়নি। মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ম্যাচে আঁটসাঁট বোলিং করেছিলেন দিগ্বেশ। ২৪ বলে ৪৬ রান করা নমন ধীরের উইকেট নেন লখনউ স্পিনার। তখন ফের নোটবুক সেলিব্রেশন করায় আইপিএলের বিধিভঙ্গ করে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা দিতে হয় তাঁকে। এবার তরুণ স্পিনারের ভাগ্যে কী রয়েছে, সেটাই দেখার।