shono
Advertisement

মোদির নিশানায় কালো টাকা থেকে পাকিস্তান, সমালোচনায় রাহুল

"ভারতীয় জওয়ানদের সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানে ভূমিকম্প!" The post মোদির নিশানায় কালো টাকা থেকে পাকিস্তান, সমালোচনায় রাহুল appeared first on Sangbad Pratidin.
Posted: 07:53 PM Nov 25, 2016Updated: 02:23 PM Nov 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকা থেকে শুরু করে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক- পাঞ্জাবের ভাটিন্ডায় এইএমস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে কোনও প্রসঙ্গই বাদ দিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কৌর বাদলের লোকসভা কেন্দ্র ভাটিন্ডায় ৭৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি তৈরি হবে, খরচ পড়বে ৯২৫ কোটি টাকা৷ শুধু ভাটিন্ডায় নয়, সাংগ্রুর, মনসা-সহ গোটা দক্ষিণ-পশ্চিম পাঞ্জাবের মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসতে পারবেন৷

Advertisement

এদিনের সভা থেকে পাকিস্তানকে নিশানা করেন মোদি৷ বলেন, “এখান থেকে পাকিস্তান দূরে নয়৷ একবার এ দেশের সেনাদের শৌর্যের দিকে নজর দিন৷ সার্জিক্যাল স্ট্রাইকের ফলে ওপারে ভূমিকম্প ঘটে গিয়েছে৷ যদিও ওদের সঙ্গে হিসাব-নিকেশ এখনও মিটে যায়নি৷” মোদি এদিন সাফ জানান, তিনি আরও একবার পাকিস্তানের সঙ্গে কথা বলতে চান৷ তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে, তারা কী চায়? ভারতের সঙ্গে যুদ্ধ নাকি দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই? পেশোয়ারে যখন স্কুলে হামলা হয়, ভারত দুঃখ পায়৷ পাকিস্তানের আম জনতার উচিত তাঁদের শাসকদের বোঝানো৷

শুধু পাকিস্তান নয়, কালো টাকার বিরুদ্ধেও তাঁর জেহাদ যে বজায় থাকবে এদিন সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মোদি৷ নগদ টাকার বদলে মোবাইল ফোনকে ব্যবহার করে লেনদেনে উৎসাহ দেন প্রধানমন্ত্রী৷ তাঁর বক্তব্য, “কালো টাকা ও দুর্নীতি সবচেয়ে বেশি ক্ষতি করেছে মধ্যবিত্তর৷ জাল নোট এ দেশের যুবকদের কর্মসংস্থানের ক্ষতি করেছে৷ তবে মানুষ যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তাঁদের ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার৷” তবে মোদির নোট বাতিলের নির্দেশের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ এদিন সংসদের বাইরে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে সংসদে আসতে হবে৷ তাহলেই সত্যিটা বেরিয়ে পড়বে৷ আমরাও বলব, উনিও বলবেন৷ একবার সংসদে এসে দেখান না, দেখি আপনার মুখে কোন অভিব্যক্তি ধরা পড়ে”, বক্তব্য রাহুলের৷

এর পাশাপাশি কৃষকদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, “সিন্ধুর জলের উপর আমাদের কৃষক ভাইদের অধিকার সবচেয়ে বেশি৷ ভারতের জল পাকিস্তানে যাবে না৷ কৃষকদের জন্য পর্যাপ্ত জলের বন্দোবস্ত করবে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষিকাজের জন্য পর্যাপ্ত জলের জোগান অব্যাহত রাখতে একটি টাস্ক ফোর্স তৈরি করছে কেন্দ্র৷”

The post মোদির নিশানায় কালো টাকা থেকে পাকিস্তান, সমালোচনায় রাহুল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement