shono
Advertisement

রাম মন্দির তৈরির শর্তেই বিজেপিকে ভোট দেবে অযোধ্যার সাধুরা

উত্তরপ্রদেশ ভোট নিয়ে নরেন্দ্র মোদিকে চাপে রাখলেন রাজ্যের সাধু-সন্তরা৷ The post রাম মন্দির তৈরির শর্তেই বিজেপিকে ভোট দেবে অযোধ্যার সাধুরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:37 PM Jan 15, 2017Updated: 04:14 PM Jan 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ ভোট নিয়ে নরেন্দ্র মোদিকে চাপে রাখলেন রাজ্যের সাধু-সন্তরা৷ রীতিমতো শর্ত বেঁধে দিয়ে জানিয়ে দিলেন, তাঁর আমলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, প্রধানমন্ত্রী এই মর্মে গ্যারাণ্টি দিলে তবেই উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সাধুসমাজ বিজেপিকে সমর্থন করবে৷ কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে এগিয়ে দেবে৷

Advertisement

(বাবরি মসজিদ ইস্যুতে একজোট হিন্দু-মুসলিম নেতারা)

অযোধ্যায় বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমির উপর তৈরি হওয়া অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসঙ্গে জানান, ‘মহন্ত’ এবং ‘সাধু’-রা রামচন্দ্রের ভক্ত৷ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হয়েছে, সেটা চাক্ষুষ করাই তাঁদের একমাত্র বাসনা৷ সত্যেন্দ্র বলেন, “মোদি সরকার ক্ষমতায় আসার পর আমরা আশা করেছিলাম, এবার নিশ্চয়ই রামমন্দির তৈরি হবে৷’’ তাঁর দাবি, “মোদিকে অযোধ্যায় আসতে হবে৷ আমাদের গ্যারাণ্টি দিতে হবে৷ সকলের সামনে দাঁড়িয়ে এই কথা ঘোষণা করতে হবে যে তাঁর জমানায় অযোধ্যায় রাম মন্দির তৈরি হবেই৷ প্রধানমন্ত্রীর তরফে এ নিয়ে স্পষ্ট প্রতিশ্রূতি পেলে তবেই আমরা বিজেপির অনুকূলে রাজ্যের হিন্দু ভোট একজোট করব৷ একথা সকলেই জানেন যে, উত্তরপ্রদেশে সাধু এবং মহন্তদের শক্তি প্রবল৷ তাঁদের অনুরাগী-সংখ্যাও বিপুল৷ বিধানসভা ভোটে আমরা যদি বিজেপিকে সমর্থন করি, বিজেপি ভোটে জিতবেই৷” পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজনৈতিক মহলের দাবি, আচার্যের বক্তব্যেই স্পষ্ট, রামমন্দির বিতর্কে কীভাবে রাজ্যের সাধু-সন্তরা কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে৷ এখন দেখার এটাই যে, এ বিষয়ে প্রধানমন্ত্রী কোন অবস্থান নেন৷

তবে, অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা নিয়ে আচার্য সত্যেন্দ্র দাস যেমন শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতিশ্রূতিই দাবি করেছেন, ততটা নরম মনোভাব কিন্তু দেখাননি অযোধ্যারই রসিক নিবাস মন্দিরের মহন্ত রঘুবর শরণ৷ এ নিয়ে বিজেপি নেতাদের রীতিমতো একহাত নিয়েছেন তিনি৷ শরণের অভিযোগ, অযোধ্যার রামমন্দির আন্দোলন থেকে বিজেপি নেতারা রাজনৈতিক ফায়দা তুলেছেন কিন্তু কখনওই সংসদে এই ইস্যুটি তোলেননি৷

The post রাম মন্দির তৈরির শর্তেই বিজেপিকে ভোট দেবে অযোধ্যার সাধুরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement