সুবীর দাস, কল্যাণী: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় এক দল দুষ্কৃতী! গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী ৪১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ সমাজবিরোধীকে গ্রেপ্তার করেছে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কল্যাণী (Kalyani) থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে খবর আসে, ৪১ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় সমাজ বিরোধীদের একটি দল জড়ো হয়েছে। খবর পেয়েই এলাকায় অভিযান চালায় তাঁরা। পুলিশের অভিযানে ওই ডাকাত দলের বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে চম্পট দিলেও হাতে না হাতে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ।
[আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেটে কীসের দাম বাড়ল? দামি হল কোন পণ্য?]
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের নাম পরিতোষ ভট্টাচার্য (৫১)। তিনি কোচবিহারের (Cooch Behar) বাসিন্দা। অপরজন রাজীব রায় ওরফে পচা (৩৩)। তিনি কল্যাণী সঙ্গম সিনেমা হল এলাকার বাসিন্দা। ডাকাতির উদ্দেশ্য়ে জড়ো হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতে তাদের পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।