shono
Advertisement

এখানে এসব করা যাবে না! টেক্সাসের সৈকতেও মহিলাকে স্তনপানে বাধা

সন্তানকে খাওয়াতে আড়ালে কেন যেতে হবে? পালটা প্রশ্ন করেন মহিলা৷ The post এখানে এসব করা যাবে না! টেক্সাসের সৈকতেও মহিলাকে স্তনপানে বাধা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:08 PM Jun 12, 2019Updated: 06:08 PM Jun 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে স্তন্যপান নিয়ে বিশ্বজুড়ে আন্দোলন কম হয়নি৷ সম্প্রতি শহর কলকাতাও তার সাক্ষী৷ অভিজাত মলে স্তন্যদানের ঘর না থাকার বিষয়টি নিয়ে কম বিতর্ক তৈরি করেনি৷ কার্যত বাধ্য হয়েই তারপর মহিলাদের জন্য তৈরি হয়েছে স্তন্যদানের ঘর৷

Advertisement

[আরও পড়ুন : পাকিস্তানের আকাশ এড়াতে ঘুরপথে বিশকেক যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

দেশে এনিয়ে নাক সিঁটকানো ব্যাপারটা কিছুটা কাটলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো প্রথম বিশ্বের দেশে প্রকাশ্যে স্তন্যপান নিয়ে এখনও সমস্যা আছে৷ টেক্সাসের সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ৷ সেখানকার এক সৈকতে বসে ১০ মাসের সন্তানকে স্তন্যপান করাচ্ছিলেন বছর বত্রিশের মিসটি ডাউগেরিউস৷ অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, এমন খোলামেলা অবস্থায় ওখানে বসে একাজ করা যাবে না৷ সন্তানকে লালনপালন করার জন্য আড়াল কেন প্রয়োজন হবে? পালটা এই প্রশ্ন করেন তিনি৷ তাতে কোনও সদুত্তর দিতে না পেরে নিরাপত্তারক্ষীরা বারবার তাঁকে রিসর্টের ভিতরে যাওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ৷

নিজের ৪ বছর এবং ১০ মাসের ছেলে, ভাইপোকে নিয়ে টেক্সাসের নেসলার পার্ক ফ্যামিলি অ্যাকোয়াটিক সেন্টারে বেড়াতে গিয়েছিলেন ডাউগেরিউস৷ সুইসমস্যুট পরে সৈকতে বসেছিলেন তিনি৷ বড় ছেলেরা খেলাধুলো করছিল, ছোট ছেলেটির খিদে পেয়েছিল৷ তাই তিনি ছেলেকে খাওয়াতে শুরু করেন৷ আর সেখানেই এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন তিনি৷ এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ ডাউগেরিউসের মতো বহু মহিলাই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন৷ ডাউগেরিউসের নিজের কথায়, ‘আশা করি, আমার ঘটনা থেকে সকলে আরও সজাগ হবেন৷ সন্তানকে স্তন্যপান করানো নারীর কাছে গর্বের বিষয়, লজ্জার নয়৷ তাহলে কেন আড়ালে যাব?’

[আরও পড়ুন : ‘মওকা মওকা’র পালটা, অভিনন্দনকে কটাক্ষ করে বিশ্বকাপের বিজ্ঞাপন পাকিস্তানের]

টেক্সাস পুলিশ অবশ্য বলছে অন্য কথা৷ বলা হচ্ছে, ওই মহিলাকে আড়ালে যেতে বলায় তিনিই নাকি ভয়ংকর রূপ ধারণ করেন৷ তাঁর শরীরের উর্ধ্বাংশ একেবারেই উন্মুক্ত ছিল, তাতে আপত্তি ছিল নিরাপত্তা রক্ষীদের৷ আর এখানেই উঠছে প্রশ্ন৷ আমেরিকার মতো দেশে স্তন্যপান নিয়ে কেন এমন একটা ট্যাবু?

The post এখানে এসব করা যাবে না! টেক্সাসের সৈকতেও মহিলাকে স্তনপানে বাধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement