shono
Advertisement
Topsia

দমকল দেরিতে পৌঁছনোয় ফুঁসে উঠলেন তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "আমি এসেছি। সাধারণ মানুষের ক্ষোভ আছে বুঝতে পারছি। কিন্তু দমকলকেও সময় দিতে হবে। এখন প্রথম কাজ আগুন আয়ত্তে আনা।"
Published By: Tiyasha SarkarPosted: 01:41 PM Dec 20, 2024Updated: 02:03 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমকল দেরিতে পৌঁছনোয় ফুঁসে উঠলেন তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "আমি এসেছি। সাধারণ মানুষের ক্ষোভ আছে বুঝতে পারছি। কিন্তু পুলিশ-দমকলকেও সময় দিতে হবে। এখন প্রথম কাজ আগুন আয়ত্তে আনা।"

Advertisement

তপসিয়ার বিএন রোডে এই বসতি বহু মানুষের ঠিকানা। প্রায় ১২০ টি পরিবারের বাস ছিল সেখানে। ছিল বহু দোকানও। শুক্রবার বেলা ১২ টা নাগাদ আচমকা আগুন লেগে যায়। একাধিক দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়াতে থাকে লেলিহান শিখা। দমকল ও পুলিশ পৌঁছনোর আগেই একে একে আগুন গ্রাস করে বহু ঝুপড়ি, দোকান। এদিকে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন ক্ষতিগ্রস্তরা। পুলিশকে উদ্দেশ্য করে ইট, পাটকেল ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ইতিমধ্যেই ৬ ইঞ্জিন পৌঁছেছে। তবে তাঁদেরও যাওয়ার একটা সময় লাগে। সুজিত বসুর কথায়, "ক্ষোভ হওয়া স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতে আগে আয়ত্তে আনতে হবে আগুন। তারপর কীভাবে ক্ষতিগ্রস্তদের জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা রাজ্য সরকার দেখবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দমকলের দেরিতে পৌঁছনোয় ফুঁসে উঠলেন তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা।
  • পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন তাঁরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।
Advertisement