সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক্স: খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে হেনস্থার শিকার আপের রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল(Swati Maliwal)! সোমবার সকালে এমনই অভিযোগ জানিয়ে দুবার ফোন গেল দিল্লি পুলিশের (Delhi Police) কাছে। পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে এই ফোন করা হয়েছিল। ফোনে জানানো হয়, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে। যদিও এই ফোনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বাতী নিজেও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। সেখানে ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর বাসভবনে অরবিন্দ কেজরিওয়াল এবং তার আপ্তসহায়ক তাঁকে মারধর করছেন। এর কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে পুলিশের কাছে যেখানে বলা হয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক মারধর করেছেন তাঁকে। এমন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ। পুলিশের দাবি, তাঁদের সামনেও স্বাতী স্বীকার করেন তাঁকে মারধর করা হয়েছে। তাঁকে চিকিৎসকদের কাছে গিয়ে শারীরিক পরীক্ষা করার কথা বলা হলে তিনি যেতে রাজি হননি। এবং পুলিশকে জানান, এ বিষয়ে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি।
[আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে নিজেই করলেন রান্না, লঙ্গরখানায় খাবারও পরিবেশন মোদির]
বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। জানা যাচ্ছে, গোটা ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। এদিকে এই ঘটনায় সংবাদমাধ্যমের তরফে স্বাতী মালিওয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে মুখ খুলতে চাননি। এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের তরফে প্রশ্ন তোলা হয়েছে, যে মুখ্যমন্ত্রীর ঘরে খোদ মহিলা কমিশনের প্রধান সুরক্ষিত নন, সেই রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়? পাশাপাশি এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা কপিল মিশ্র লেখেন, "আজ সকালে কেজরির বাড়িতে স্বাতী কেন পুলিশ ডাকলেন? তাহলে কি তাঁর বাড়িতে স্বাতীকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক? এই বিষয়ে কি মুখ্যমন্ত্রীর কার্যালয় কোনও বিবৃতি দেবেন? ঈশ্বর করুন এই খবর যেন মিথ্যা প্রমাণ হয়।"