সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিথ্যে অভিযোগে ‘ফাঁসানো হয়েছে’ জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দলকে (Sajjan Jindal)। তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ‘অসত্য’। তদন্ত রিপোর্টে জানাল মুম্বই পুলিশ (Mumbai Police)। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র দাবি, সম্প্রতি মুম্বই পুলিশ আদালতকে যে রিপোর্ট দিয়েছে, সেখানে অভিনেত্রীর বিরুদ্ধে জিন্দাল গোষ্ঠীর কর্নধারকে ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে।
শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে এক অভিনেত্রী ধর্ষণের অভিযোগে দায়ের করেছিলেন গত বছরের ডিসেম্বর মাসে। এর পর জেএসডবলিউ গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে মোট তিনটি ধারায় মামলা হয়েছিল। মুম্বইয়ের ওই অভিনেত্রী জানান, ২০২১ সালে জিন্দালের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। দুবাইয়ে আইপিএলের একটি ম্যাচে দুজনেই ছিলেন ভিআইপি বক্সে। পরে সম্পর্ক অনেক দূরে গড়িয়ে যায়। জিন্দাল (Sajjan Jindal) নাকি প্রতিশ্রুতিও দেন তাঁকে বিয়ে করার। এর পরই ২০২২ সালের ২৪ জানুয়ারি নিজের পেন্টহাউসে তাঁকে যৌন হেনস্থা করেন জিন্দাল। অভিযোগকারিণীর আরও দাবি, জিন্দাল পরে কৃতকর্মের জন্য ক্ষমা চান। কিন্তু যত সময় গড়ায় তিনি হুমকি দিতে থাকেন। মহিলার ফোন নম্বর ব্লকও করে দেন।
[আরও পড়ুন: হস্টেলে নমাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপরে হামলা, ভাঙচুর! চাঞ্চল্য গুজরাটে]
যদিও শুরুতেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন জিন্দাল। জানিয়েছিলেন, সমস্তটাই মিথ্যে এবং ভিত্তিহীন। মুম্বই পুলিশের রিপোর্ট জিন্দালকেই সমর্থন করল। সেখানে বলা হয়েছে, অভিযোগকারিণীর উল্লিখিত হোটেলে ঘটনার দিন যাননি জিন্দাল। ওই হোটেলের বেশ কয়েক জনের বয়ান সংগ্রহ করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে পুলিশ। অভিযোগকারিণী জানিয়েছিলেন, তিনি তদন্তকারীদের হাতে জিন্দালের বিরুদ্ধে প্রমাণ দেবেন। যদিও শেষ পর্যন্ত তা করেননি। এমনকী পুলিশের ডাকে সাড়া দিয়ে বয়ান নথিভুক্তও করেননি। এমনকী পুলিশের রিপোর্টে বলা হয়েছে, আদালতের সময় নষ্ট করেছেন অভিযোগকারিণী। জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের মামলায় দ্রুত রায়ের জন্য সওয়াল করেছে পুলিশ। এই বিষয়ে এখনও পর্যন্ত অভিযোগকারিণীর প্রতিক্রিয়া মেলেনি।