সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) যেভাবে হেনস্তা করা হয়েছিল তাতে তাঁর মৃত্যুও হতে পারত! এমনই বিস্ফোরক দাবি দিল্লি পুলিশের। শনিবার স্বাতীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালের প্রাক্তন আপ্তসহায়ক বৈভব কুমারকে। তাঁকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে চেয়ে যে রিমান্ড পেপার জমা করা হয়, তাতেই এমন দাবি করা হয়েছে। উল্লেখ্য, শেষপর্যন্ত ৫ দিনের জন্য বৈভবকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
স্বাতীর অভিযোগ, বৈভব তাঁর উপরে চিৎকার করেছেন, হুমকি দিয়েছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করে গিয়েছিলেন লাগাতার। আর সেই সঙ্গেই তাঁকে টানতে টানতে নিয়ে যান অভিযুক্ত। এমনকী, তাঁর মাথা সেন্টার টেবিলে বার বার ঠুকে দিতে থাকেন তিনি। পুলিশের দাবি, গোটা ঘটনার ডিজিটাল ভিডিও রেকর্ড এই অভিযোগের সাপেক্ষে সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এখনও তা পুলিশের হাতে আসেনি।
স্বাতী মালিওয়ালের অভিযোগ,তিনি কেজরির (Arvind Kejriwal) বাড়িতে গেলে আচমকা তাঁর উপরে চড়াও হন মুখ্যমন্ত্রীর প্রাক্তন সচিব। এমনকী, তাঁর ঋতুস্রাব চলাকালীন লাথি মারা হয়েছে পেটে। এমনকী, সেকথা বলেও রেহাই মেলেনি। থামেনি বৈভবের নির্যাতন।
এদিকে এখনও পর্যন্ত তদন্তে বৈভব সহযোগিতা করছেন না বলেই খবর। এদিন তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার যুক্তি হিসেবে বলা হয়েছিল, গত এপ্রিলেই কেজরিওয়ালের আপ্তসহায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বৈভবকে। কিন্তু তার পরও তিনি কেজরিওয়ালের বাড়িতে থেকে কাজ করছিলেন। এই পরিস্থিতিতে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা। পাশাপাশি এই আশঙ্কাও প্রকাশ করা হয়, যেহেতু শনিবারও কেজরির বাড়িতেই ছিলেন বৈভব, তাই এই ঘটনার 'ইলেকট্রনিক' প্রমাণ তিনি নষ্ট করে দিতে পারেন! তিনি প্রভাবশালী বলে নানা ভাবে মামলাকে প্রভাবিত করতে পারেন এই আশঙ্কাও প্রকাশ করেছে পুলিশ।
[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]
গত বৃহস্পতিবার বৈভব কুমারের বিরুদ্ধে FIR দায়ের করেছেন স্বাতী। শুক্রবার তাঁকে নিয়ে কেজরির বাড়িতে যায় দিল্লি পুলিশ। সেখানে পুরো ঘটনার পুনর্নির্মাণ করে দিল্লি পুলিশ। এদিকে পালটা বৈভব কুমার স্বাতীর বিরুদ্ধে অনধিকার প্রবেশ, অহেতুক উত্তেজনা এবং ভাঙচুরের অভিযোগ করেন। এই পরিস্থিতিতে শনিবার গ্রেপ্তার হয়েছেন বৈভব।