সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার পুলিশের সামনেই ১২টি বুলেটে আতিক আহমেদ (Atiq Ahmad) ও তাঁর ভাই আশরফকে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। এই পরিস্থিতিতে তদন্তে নেমে বিশেষ তদন্তকারী দল তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ওই তিনজন আতিক হত্যার অন্যতম অভিযুক্ত লভলেশ তিওয়ারির বন্ধু। বান্দা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের।
তদন্তকারীরা জানাচ্ছেন, ওই তিনজনের মধ্যে একজন ওয়েব পোর্টাল চালাত। তারা লভলেশকে সাংবাদিক হওয়ার প্রশিক্ষণ দিয়েছিল এবং ক্যামেরা কিনতেও সাহায্য করেছিল। যদিও পুলিশ গ্রেপ্তার হওয়া তিনজনের পরিচয় গোপনই রেখেছে। উল্লেখ্য, শনিবার আতিক ও তাঁর ভাই আশরফকে গুলি চালিয়ে হত্যা করে লভলেশ, মোহিত ও অরুণ। তারা সাংবাদিক সেজেই সেখানে প্রবেশ করেছিল। এবার জানা গেল, সেই ছদ্মবেশ ধরার আগে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছিল আততায়ীরা। এদিকে জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছে, ১৪ এপ্রিলই আতিককে গুলি করে খুন করার মতলব ছিল তাদের। কিন্তু নিরাপত্তা দেখেই পিছু হটে তারা।
[আরও পডুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]
এদিকে আতিকের স্ত্রী শায়েস্তা এখনও পলাতক। তাঁকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছে। তাঁর মাথার দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাঝে আদালতে আগাম জামিনের আবেদনও করেন তিনি।