সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনরত চিকিৎসকদের মারধরকে কেন্দ্র করে বুধবার মাঝরাতে উত্তাল হয়ে উঠেছিল আর জি কর হাসপাতাল। অভিযুক্তদের মারমুখী মেজাজের সামনে ভয় পেতে দেখা গিয়েছিল পুলিশকেও। পরিস্থিতি শান্ত হতেই অভিযুক্তদের সন্ধান পেতে একাধিক পদক্ষেপ নিল কলকাতা পুলিশ। তাণ্ডবে জড়িতদের হদিশ পেতে এবার সোশাল মিডিয়ায়ও হাতিয়ার কলকাতা পুলিশের।
বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফে ফেসবুকে প্রায় ৬০ টি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে একাধিককে চিহ্নিত করা রয়েছে। অভিযোগ, বুধবার রাতের তাণ্ডবে জড়িত তারাই। পুলিশের আর্জি ওই চিহ্নত করা যুবক-যুবতীরা যদি কারও চেনা-পরিচিত হয়ে থাকে তাদের অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি’, আর জি কর আবহে মাঝে রাজ্য সরকারগুলিকে কড়া বার্তা মোদির]
প্রসঙ্গত, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে (RG Kar Doctor Death) উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো। এই কাণ্ডের বিচার চেয়ে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে বুধবার রাতে রাজ্যজুড়ে পথে নেমেছিলেন মহিলারাও। সেই প্রতিবাদ কর্মসূচি চলাকালীনই গভীর রাতে রণক্ষেত্র হয়ে ওঠে আর জি কর হাসপাতাল। কার্যত বহিরাগতদের দখলে চলে যায় মেডিক্যাল কলেজের ক্যাম্পাস। আচমকাই জরুরি বিভাগে ঢুকে পড়ে একদল বহিরাগত। জরুরি বিভাগে ঢোকার আগে কর্মবিরতিতে অংশ নেওয়া জুনিয়রদের বেধড়ক মারধর করা হয়। এমনকী পুলিশের দিকেও তেড়ে যায় এই ‘বাহিনী’। তাদের মারমুখী মেজাজের সামনে কার্যত আত্মসমর্পণ করে পুলিশ।