-
- ফটো গ্যালারি
- Political leaders and actor actress performing laxmi puja
অভিনেত্রী থেকে রাজনৈতিক নেতানেত্রীদের আরাধনা, কোজাগরী লক্ষ্মীপুজোর নানা ছবি
কী কী করলেন সেলিব্রিটিরা?
Tap to expand
উমা কৈলাসে ফিরে গিয়েছেন। এবার পালা লক্ষ্মীর আরাধনার।
Tap to expand
সৌভাগ্য, সমৃদ্ধি, সৌন্দর্য, উর্বরতা ও ধনসম্পদের দেবী আসবেন গৃহস্থের বাড়িতে। গভীর রাতে দৈবী পাদস্পর্শের অলৌকিক মহিমায় আলোকিত হবে ঘরদুয়ার।
Tap to expand
আরাধনায় মেতে উঠেছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। লক্ষ্মীর আরাধনা হচ্ছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
Tap to expand
প্রতিবারের মতো এবারও নিজে হাতে দেবীর পুজো করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
Tap to expand
অপরাজিতা আঢ্যর এবারের লক্ষ্মীপুজো অন্যবারের তুলনায় একটু আলাদা। এবার অনুরাগীর পাঠানো পোশাক ও গয়নায় সেজে উঠেছে লক্ষ্মী কাকিমার বাড়ির মা লক্ষ্মী। নিজে হাতে তাঁকে সাজালেন অপরাজিতা আঢ্য।
Tap to expand
উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে গৌরীরূপী লক্ষ্মীপুজো হয়ে আসছে বহুবছর ধরে। মহানায়কের স্ত্রীয়ের মুখের আদলে প্রতিমা। পুজোর ধারা একইভাবে বজায় রেখেছে নতুন প্রজন্ম। যার পুরোভাগে এখন বাড়ির বউমা দেবলীনা কুমার থাকেন।
Tap to expand
বচ্ছরকার দিনে লক্ষ্মী পুজো হবে না! ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই আরব সাগরের তীরেই মা লক্ষ্মীর আরাধনায় মাতলেন শ্রীলেখা মিত্র।
Tap to expand
তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Tap to expand
তারকা সাংসদ শতাব্দী রায়ও সপরিবারে মেতে ধনলক্ষ্মীর দেবীর আরাধনায়।
Published By: Paramita PaulPosted: 07:48 PM Oct 28, 2023Updated: 08:14 PM Oct 28, 2023
কী কী করলেন সেলিব্রিটিরা?