Advertisement
অভিনেত্রী থেকে রাজনৈতিক নেতানেত্রীদের আরাধনা, কোজাগরী লক্ষ্মীপুজোর নানা ছবি
কী কী করলেন সেলিব্রিটিরা?
সৌভাগ্য, সমৃদ্ধি, সৌন্দর্য, উর্বরতা ও ধনসম্পদের দেবী আসবেন গৃহস্থের বাড়িতে। গভীর রাতে দৈবী পাদস্পর্শের অলৌকিক মহিমায় আলোকিত হবে ঘরদুয়ার।
আরাধনায় মেতে উঠেছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। লক্ষ্মীর আরাধনা হচ্ছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
অপরাজিতা আঢ্যর এবারের লক্ষ্মীপুজো অন্যবারের তুলনায় একটু আলাদা। এবার অনুরাগীর পাঠানো পোশাক ও গয়নায় সেজে উঠেছে লক্ষ্মী কাকিমার বাড়ির মা লক্ষ্মী। নিজে হাতে তাঁকে সাজালেন অপরাজিতা আঢ্য।
উত্তমকুমারের ভবানীপুরের বাড়িতে গৌরীরূপী লক্ষ্মীপুজো হয়ে আসছে বহুবছর ধরে। মহানায়কের স্ত্রীয়ের মুখের আদলে প্রতিমা। পুজোর ধারা একইভাবে বজায় রেখেছে নতুন প্রজন্ম। যার পুরোভাগে এখন বাড়ির বউমা দেবলীনা কুমার থাকেন।
Published By: Paramita PaulPosted: 07:48 PM Oct 28, 2023Updated: 08:14 PM Oct 28, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ