সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাটিক্যানের পোপ হলেও বরাবরই খোলামেলা মানসিকতার তিনি। উদারপন্থী মনোভাবের জন্য গোটা বিশ্বে জনপ্রিয়ও বটে। সেই পোপ ফ্রান্সিস (Pope Francis) এবার জানালেন, যৌনসুখ আসলে ‘ঈশ্বরের উপহার’। তবে সেই সঙ্গেই তিনি মনে করিয়ে দিলেন যৌনসুখ ধৈর্যের সঙ্গে অনুশাসনে রাখতে হয়।
গত বুধবার ভ্যাটিকানে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই এই বিষয়ে কথা বলেন পোপ। এর আগেও ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্রে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘’মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা।’’ এবারও ফের একই কথা বললেন তিনি। পাশাপাশি সতর্ক করলেন পর্নোগ্রাফি নিয়েও। জানালেন, পর্নোগ্রাফি ‘সম্পর্ক ছাড়াই তৃপ্তি’ দেয়, যা কালক্রমে আসক্তির বিষয় হয়ে ওঠে।
[আরও পড়ুন: প্রেমিকাকে খুন করে আত্মঘাতী! যুবকের মোবাইলেই মিলল অপরাধের সংকেত]
পোপের কথায়, ”ভালোবাসাকে আমাদের রক্ষা করতেই হবে। লালসার বিরুদ্ধে যুদ্ধে জিততে জীবনভর চেষ্টা করে যেতে হয়। লালসা লুণ্ঠন করে, তাড়াহুড়ো করে খায়, অন্যের কথা শুনতে চায় না। বিয়েকে ক্লান্তিকর বলে বিচার করে।” এর আগেও যৌনতা নিয়ে বারংবার মুখ খুলেছেন পোপ ফ্রান্সিস। ২০২৩ সালে সমকামী দম্পতিদের বিয়ের পর আশীর্বাদ করতে যাজকদের অনুমতি দিয়েছিলেন তিনি। যদিও জানিয়েছিলেন গির্জার রীতি অনুসরণ করা যাবে না।