shono
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া ইসলাম বিরোধী, জারি ফতোয়া

অনলাইনে ছবি দিতে নিষেধ করা হল ইসলাম ধর্মাবলম্বীদের৷ The post সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া ইসলাম বিরোধী, জারি ফতোয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 03:28 PM Oct 19, 2017Updated: 09:58 AM Oct 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে না, হোয়াটসঅ্যাপে না, টুইটার-ইনস্টাগ্রাম-স্ন্যাপচ্যাট তো একেবারেই না৷ কোথাও কোনও ছবি পোস্ট করা যাবে না৷ নিজেরও নয়, আবার পরিবারের কারও নয়৷ কেন? কারণ তা ইসলাম বিরোধী৷ এমনই ফতোয়া জারি করল উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ নামে এক ধর্মীয় সংগঠন৷ তাদের দাবি, সোশ্যাল মিডিয়ায় নিজের কিংবা পরিবারের কোনও ছবি পোস্ট করা মানেই ইসলামকে অমান্য করা৷

Advertisement

[বাবরির পরিণতি হতে পারে তাজমহলেরও, বাড়ছে আশঙ্কা]

‘অমান্য’ অবশ্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই করে থাকেন৷ বলিউড সেলিব্রিটিরা তো বটেই প্রাক্তন-বর্তমান ক্রিকেটাররাও কম যান না৷ এর জন্য ট্রোলও হতে হয়েছে মহম্মদ কাইফ, ইরফান পাঠান, মহম্মদ শামিদের৷ খবরের শিরোনামেও তা উঠে এসেছে৷ কিছুদিন আগেই ছেলের সঙ্গে দাবা খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বিপাকে পড়েছিলেন কাইফ৷ মৌলবাদীদের সমালোচনার শিকার হয়েছিলেন তিনি৷ সোজা ব্যাটেই এই বাউন্সার খেলেছিলেন প্রাক্তন ক্রিকেটার৷ বলেছিলেন, খেলাটাকে খেলা হিসাবেই দেখা উচিত। জাতি-ধর্ম-বর্ণের বাধার প্রাচীর ভাঙার সবচেয়ে সেরা উপায় হল খেলা। ইরফান ও শামি কট্টরপন্থীদের রোষের শিকার হয়েছিলেন স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে। বিদ্রুপের জবাব দুই ক্রিকেটারই দিয়েছিলেন একইভাবে। তবে তাতে কট্টরপন্থীদের সমালোচনা থেমে থাকেনি। বিরাটের সঙ্গে মেয়ের নাচার ভিডিও দিয়ে ফের বিদ্রুপের শিকার হন শামি। এবার তো ফতোয়াই জারি হল।

[দিওয়ালিতে ধর্ষক রাম রহিমের রেকর্ড ভাঙতে চলেছেন আদিত্যনাথ]

শোনা গিয়েছে, কিছুদিন আগেই এই দারুল উলুম দেওবন্দ সংগঠনই মহিলাদের সাজাগোজের উপর ফতোয়া জারি করেছিল। তাঁদের হুকুম ছিল, কোনও মহিলা ভুরু প্লাকিং, ট্রিমিং কিংবা মাথার চুল কাটার মতো কাজ করতে পারবেন না। কারণ তা নাকি ইসলাম বিরোধী। এরপরই কোনও ব্যক্তি সংগঠনকে চিঠি লিখে প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ায় তাহলে কি ছবি দেওয়াও ইসলামের বিরোধী? সেই প্রশ্নের উত্তরেই এই ফতোয়া জারি করা হয়েছে।

[জামাইবাবুর হাতেই খুন হরিয়ানার গায়িকা, বিস্ফোরক দাবি বোনের]

The post সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া ইসলাম বিরোধী, জারি ফতোয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার