shono
Advertisement

‘কর্মফল ভুগতেই হবে’, কেজরির গ্রেপ্তারিতে উৎফুল্ল প্রণবকন্যা শর্মিষ্ঠা

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে তিনি যে উৎফুল্ল, সেটা সোশাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিলেন শর্মিষ্ঠা।
Posted: 10:50 AM Mar 22, 2024Updated: 01:37 PM Mar 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরাসরি না হলেও পরোক্ষে তিনি এখনও কংগ্রেসের সঙ্গে যুক্ত। দল হিসাবে কংগ্রেস সদ্য গ্রেপ্তার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পাশেই দাঁড়িয়েছে। কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় হাঁটলেন সম্পূর্ণ উলটো পথে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে তিনি যে উৎফুল্ল, সেটা সোশাল মিডিয়ায় পোস্ট করে বুঝিয়ে দিলেন শর্মিষ্ঠা। স্পষ্ট বলে দিলেন, কর্মফল ভুগতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Advertisement

বৃহস্পতিবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কেজরি। তার পরই বিরোধীরা প্রতিবাদে মুখর হয়েছেন। একদিকে কেজরির দলের আতিশি বিজেপি ও প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’ Brien) প্রশ্ন তুললেন, নির্বাচনী প্রক্রিয়া শুরুর পর এই ধরনের ঘটনায় গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও এই গ্রেপ্তারিকে ‘অসাংবিধানিক’ বলে তোপ দেগেছেন।

[আরও পড়ুন: মধ্যাহ্নভোজ রাজনীতি! ভোটের ময়দানে ডিম-ভাত বনাম মাছ-ভাতে লড়াইয়ে সরগরম পুরুলিয়া]

কিন্তু অন্য বিরোধী নেতা নেত্রীদের উলটো সুরে শর্মিষ্ঠা বলে দিলেন,”কেজরিওয়াল এবং আন্না হাজারের গ্যাং কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন এবং আজগুবি সব অভিযোগ তুলেছিল। এমনকী এটাও দাবি করেছিল শীলা দীক্ষিতের বিরুদ্ধে নাকি ট্রাঙ্ক ভর্তি সব প্রমাণ আছে। আজ অবধি সেই ট্রাঙ্ক তো কেউ দেখতে পেল না। কিন্তু কেজরিওয়ালকে কর্মফল ভুগতে হবেই।”

[আরও পড়ুন: লাদাখে নিহত সেনা জওয়ানের দেহ ফিরল বাংলায়, চোখের জলের ঘরের ছেলেকে বিদায় পরিবারের]

দিল্লিতে তখন কংগ্রেসের সরকারের শেষ সময়। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। সেসময় এই অরবিন্দ কেজরিওয়ালই কংগ্রেস সরকার তথা শীলা দীক্ষিতের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন। এমনকী দিল্লির দুর্নীতির প্রতিবাদে আন্না হাজারেকে সঙ্গে নিয়ে অনশনেও বসে পড়েন। দাবি করেন, শীলা দীক্ষিতের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসাবে লক্ষ লক্ষ নথি রয়েছে তাঁর হাতে। সেই প্রসঙ্গ তুলেই কেজরিকে খোঁচা দিলেন শর্মিষ্ঠা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement