shono
Advertisement

Breaking News

Prashant Kishor

বিহার বিধানসভা ভোটে ২৪৩ আসনে লড়বে জন সুরজ, বড় ঘোষণা প্রশান্ত কিশোরের

৪০ আসনে লড়বেন ভোটকুশলীর দলের মহিলা প্রার্থীরা।
Published By: Kishore GhoshPosted: 08:47 PM Aug 25, 2024Updated: 09:38 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েক সপ্তাহ আগেই জানিয়েছিলেন ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দল ঘোষণা করবেন তিনি। এবার ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, ২৪৩ আসনের বিহার বিধানসভার সবকটি আসনেই লড়বে তাঁর দল জন সুরজ। এর মধ্যে ৪০ আসনে লড়বেন দলের মহিলা প্রার্থীরা।

Advertisement

রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর নেওয়ার পরে জন সুরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও তা অস্বীকার করেছিলেন। পিকের মত ছিল, যাঁরা বদল চায়, এটা তাঁদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন বছর দুয়েক আগেই। সেই মতোই জন সুরজের যাত্রা। ২ অক্টোবর আনুষ্ঠানিক আত্মপ্রকাশর কথা রয়েছে পিকের দলের। তার আগেই ২০২৫ বিধানসভা ভোট কয়টি আসনে লড়বে তাঁর দল, তাও জানিয়ে দিলেন।

 

[আরও পড়ুন: ঈশ্বর কেজরিকে জেলমুক্ত করুন! স্বর্ণমন্দিরে গিয়ে প্রার্থনা সিসোদিয়ার]

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে প্রশান্ত জানিয়েছেন, রাজনীতির দুনিয়ায় পথচলার শুরুতেই গোটা রাজ্যের সবকটি আসনে প্রার্থী দিতে চলেছেন তিনি। অর্থাৎ ২৪৩ বিধানসভা আসনেই দেখা যাবে জন সুরজের প্রার্থীদের। বিশেষভাবে নারীশক্তিকে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণে আসন্ন বিধানসভা ভোটে ৪০ আসনে মহিলা প্রার্থী দিচ্ছে তাঁর দল। তিনি আরও জানান, পরবর্তী ২০৩০ বিধানসভা ভোটে ৭০-৮০ জন মহিলা প্রার্থীকে সামনে আনবে জন সুরজ।

 

[আরও পড়ুন: ধর্ষণ, খুন… আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র কৃষকদের! ফের বিস্ফোরক কঙ্গনা]

প্রশান্ত বলেন, "যতক্ষণ না নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, ততদিন তাঁরা সমতা পাবেন না। নারীদের জীবিকা নির্বাহের জন্য ৪ শতাংশ হারে ঋণ দিতে হবে সরকারকে। এই বিষয়ে সরকারকে গ্যারান্টিতে দিতে হবে।" আরও দাবি করেন, তাঁর সরকার ক্ষমতায় এলে বিহারের শ্রমিকদের কাজ খুঁজতে ভিনরাজ্যে পাড়ি যেতে হবে না। জন সুরজ প্রধান বলেন, "আমি জনগণকে শুধু বলব, নেতাদের এবং তাঁদের ছেলে-মেয়েদের দেখে নয়, বরং নিজেদের ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর নেওয়ার পরে জন সুরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর।
  • বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও তা অস্বীকার করেছিলেন।
Advertisement