সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রাজনীতির ময়দানে নেতা হিসাবে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। বিখ্যাত ভোটকুশলী জানিয়েছেন, আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তাঁর জন সুরজ অভিযান। ওই দিন অন্তত দেড় লক্ষ মানুষ নতুন দলের নেতা হিসাবে যোগ দেবেন বলেও জানিয়েছেন পিকে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি আসনে লড়ার পরিকল্পনাও রয়েছে পিকের দলের।
রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে অবসর নেওয়ার পরে জন সুরজ অভিযান শুরু করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বছর দুয়েক আগে শুরু হওয়া এই অভিযানকে অনেকে রাজনৈতিক দলের তকমা দিলেও তা অস্বীকার করেছেন। পিকের মত ছিল, যারা বদল চায়, এটা তাদের জন্য একটা মঞ্চ মাত্র। এখনই তিনি কোনও রাজনৈতিক দল তৈরি করছেন না। তবে আগামী দিনে যে তিনি নিজের দল গড়েই প্রত্যক্ষ রাজনীতিতে নামতে চান, তার স্পষ্ট ইঙ্গিতও দিয়েছিলেন বছর দুয়েক আগেই।
[আরও পড়ুন: হঠাৎই রক্তে ভিজল জামা! নাকে চেপে হাসপাতালে ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারস্বামী]
এবার আনুষ্ঠানিকভাবে 'ভোটকুশলী' থেকে 'নেতা' হতে চলেছেন পিকে। যদিও রবিবার সাংবাদিক সম্মেলনে জানান, তিনি মোটেই নতুন দলের নেতৃত্বে থাকছেন না। জন সুরজ যাত্রার সঙ্গে জড়িত আধিকারিকদের নিয়ে তিনি রাজ্যজুড়ে ৮টি বৈঠক করেছেন। সেই বৈঠকেই স্থির করা হয়েছে দলের নেতা কীভাবে বেছে নেওয়া হবে। আত্মবিশ্বাসী পিকের দাবি, জন সুরজ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হয়ে যাওয়ার পরে অন্তত ১ কোটি মানুষ দলের সঙ্গে যোগ দেবেন।
আগামী ২ অক্টোবর আত্মপ্রকাশ করবে পিকের দল। আগামী বছর বিহারের (Bihar) বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন তাঁরা। পিকের হুঁশিয়ারি, "২০-২৫টা আসন জিতে থেমে যেতে আসিনি। দুটো বছর সময় দিন, সব পালটে দেব।" পাশাপাশি বিহারের তিন দলকেও আলাদা করে বার্তা দিয়েছেন ভোটকুশলী।