shono
Advertisement
Prashant Kishor

'অনর্থক বিশ্লেষণ', এক্সিট পোলে দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিতের পরই খোঁচা পিকের

Published By: Biswadip DeyPosted: 11:12 AM Jun 02, 2024Updated: 01:56 PM Jun 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha election 2024) শেষদফার ভোটাভুটি চলাকালীনই নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পর এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন প্রশান্ত কিশোর। সাধারণ মানুষের কাছে পিকের আর্জি, নিজেদের দামি সময় তাঁরা যেন 'অর্থহীন আলোচনা' ও 'জাল সাংবাদিকদের বিশ্লেষণ'-এর জন্য নষ্ট না করেন।

Advertisement

ঠিক কী লিখেছেন প্রশান্ত কিশোর? তাঁকে লিখতে দেখা যায়. 'পরের বার নির্বাচন ও রাজনীতির প্রসঙ্গ উঠলে আপনাদের দামি সময় জাল সাংবাদিকদের বিশ্লেষণ এবং অর্থহীন আলোচনা, বড় বড় কথা বলা নেতা এবং সোশাল মিডিয়ার স্বঘোষিত বিশেষজ্ঞদের অনর্থক কথা এবং বিশ্লেষণে নষ্ট করবেন না।'

[আরও পড়ুন: বুথফেরত সমীক্ষায় অনেক এগিয়ে এনডিএ, ২০১৯-এর এক্সিট পোলকেও ছাপিয়ে গেল?]

গতকাল, শনিবার সন্ধ্যা থেকেই একে একে বিভিন্ন সংস্থার এক্সিট পোল প্রকাশ্যে আসে। দেখা যায়, প্রায় সব বুথফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে এনডিএ ঝড় বইবে ফলাফলের দিন। সব মিলিয়ে ৩৬১ থেকে ৪০১টি আসন বিজেপি ও তাদের জোটসঙ্গীরা মিলে পেতে পারেন, এমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে। যা ২০১৯ লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফলের দিকেই ইঙ্গিত করছে। আর এই এক্সিট পোল প্রকাশ পাওয়ার পরই পিকের পোস্টে স্পষ্টতই খোঁচা লক্ষ করা গেল।

প্রশান্ত কিশোর (Prashant Kishor) নিজে কী বলছেন? তিনি শনিবারই দাবি করেছেন, ২০১৯ সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, চব্বিশেও সেই আসন কমার বিশেষ সম্ভাবনা নেই। উনিশের মতো এবারেও অন্তত ৩০৩ আসন পাবে গেরুয়া শিবির। কিছু বেশিও হতে পারে। তবে সেই সঙ্গেই তিনি বলেছেন, ৪০০ আসনের প্রত্যাশা পূরণ হবে না এনডিএর। ভোটপর্ব চলাকালীন তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে জাতীয় রাজনীতিতে। এবার বিতর্ক ঘনাল তাঁর পোস্ট ঘিরেও।

[আরও পড়ুন: দক্ষিণে বিজেপির সূর্যোদয়, বুথ ফেরত সমীক্ষায় প্রত্যাশা পূরণ হচ্ছে কি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লোকসভা নির্বাচনের শেষদফার ভোটাভুটি চলাকালীনই নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করেছিলেন তিনি।
  • কিন্তু বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পর এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিলেন প্রশান্ত কিশোর।
  • সাধারণ মানুষের কাছে পিকের আর্জি, নিজেদের দামি সময় তাঁরা যেন 'অর্থহীন আলোচনা' ও 'জাল সাংবাদিকদের বিশ্লেষণ'-এর জন্য নষ্ট না করেন।
Advertisement