নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলার সাড়ে তিন বছরের দাবাড়ু অনীশ সরকারের হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি এবং ক্রীড়া-সহ বিভিন্ন বিষয়ে সব মিলিয়ে ১৭ জনকে এই পুরস্কার দেওয়া হল। পুরস্কার প্রাপকদের মধ্যে ১০ জন মেয়ে ও ৭ জন ছেলে।
মাত্র তিন বছর ৮ মাস বয়সেই গত নভেম্বরে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে বাংলার খুদে দাবাড়ু। উত্তর ২৪ পরগনার বাসিন্দা অনীশ সরকার কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ফিডে রেটিং পেয়েছে। ভেঙে দিয়েছে তেজস তিওয়ারির রেকর্ড। গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১৩ দুটি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনীশ। অনূর্ধ্ব ১৩ বিভাগে একটিও ম্যাচে জিততে পারেনি সে। অনূর্ধ্ব ৯ বিভাগে খেলতে নেমেও প্রথম ম্যাচে হারতে হয়। তবে সেখান থেকে দুরন্ত কামব্যাক খুদে অনীশের। পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে সকলকে চমকে দেয় বাংলার দাবাড়ু। দুই পয়েন্ট পেয়ে ফিডে রেটিং অর্জন করা নিশ্চিত করে ফেলে এন্টালির সেন্ট জেমস স্কুলের পড়ুয়া। অনীশের সাফল্যের পর তা নিয়ে দিব্যেন্দু বড়ুয়া জানান, “ও ছমাস আগে আমাদের অ্যাকাডেমিতে আসে। প্রতিভাবান সেটা প্রথম সাক্ষাতেই বুঝতে পারি। তবে বয়স একদমই কম। অনেকটা পথ ওকে পাড়ি দিতে হবে। ফলে এখনই কিছু বলা ঠিক নয়।”
তারপরই সবচেয়ে কম বয়সে ফিডে রেটিং অর্জন করে দাবার দুনিয়ায় হইচই ফেলে দেয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র। আর তার জন্যই মিলল প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। সারা দেশের মধ্যে শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান-প্রযুক্তি, সৃজনশীলতা, সাহসিকতা, সমাজসেবা, ক্রীড়া, পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।