সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মহামারীর তাণ্ডবের মাঝেই ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করলেন জো বিডেন (Joe Biden)। শপথগ্রহণের পরই তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
ক্যাপিটল হিলে তাঁর সঙ্গেই শপথ নিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও (Kamala Harris)।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ বিশিষ্টরা। জাতীয় সংগীত পরিবেশন করেন লেডি গাগা (Lady Gaga)। তাঁদের শপথগ্রহণ সময় অভূতপূর্ব বেশ কিছু জিনিস দেখা গেল যা আগে কখনও হয়নি। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল ক্যাপিটল হিলের ন্যাশনাল মলে দর্শকের অনুপস্থিতি। এর আগে প্রতিবার শপথগ্রহণ অনুষ্ঠান যাতে সাধারণ দর্শক দেখতে পারেন, তার জন্য প্রায় দু’লক্ষ টিকিট বিক্রি হয়। এবার কোভিডের ধাক্কায় তা হয়নি। বরং সেই জায়গাটা ভরানো হয়েছে লক্ষ-লক্ষ আমেরিকান পতাকা দিয়ে।
[আরও পড়ুন: হোয়াইট হাউস ছাড়ার আগে নিজেকে ‘ক্ষমা’ করলেন না ট্রাম্প, খোলা আইনি পদক্ষেপের পথ]
এবারই প্রথম বিডেন এবং হ্যারিসের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ণ শক্তি মোতায়েন করেছে ন্যাশনাল গার্ড। অন্যান্য বার ন্যাশনাল গার্ডের হাজার দশেক নিরাপত্তারক্ষী প্রেসিডেন্টের শপথগ্রহণে হাজির থাকেন। কিন্ত, এবার ২৫ হাজার ন্যাশনাল গার্ডকেই হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
অন্যান্যবার শপথগ্রহণের পরে হোয়াইট হাউস চত্বরে প্যারেড করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। তাঁকে দেখার জন্য রাস্তায় ভিড় করেন হাজার হাজার আমেরিকানও। কিন্ত, এবার তাও হয়নি না। বিডেনের প্যারেডে দর্শক সমাগম নিষিদ্ধ ছিল।