shono
Advertisement

বাংলাদেশের বিজয় দিবসে আমন্ত্রণ, আগামী মাসে ঢাকা যাচ্ছেন রাষ্ট্রপতি কোবিন্দ

তিনদিনের জন্য ঢাকা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি।
Posted: 10:09 PM Nov 14, 2021Updated: 10:11 PM Nov 14, 2021

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। জোড়া অনুষ্ঠানে বাংলাদেশের আমন্ত্রিত অতিথি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। আগামী ১৬ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন এ তথ্য দিয়েছেন। এদিন ঢাকায় (Dhaka) বিদেশমন্ত্রকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Advertisement

বিদেশমন্ত্রী জানান, ”আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের প্রাক্তন রাজাকে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিমন্ত্রণ করেছি।” তিনি জানান, ইতিমধ্যে রাষ্ট্রপতি কোবিন্দ বাংলাদেশ সফর নিশ্চিত করলেও ভুটানের (Bhutan) পক্ষ থেকে এখনও আমন্ত্রণ গ্রহণ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনদিনের ঢাকা  সফরে ১৫ ডিসেম্বর রওনা দিচ্ছেন। 

[আরও পড়ুন: রোহিঙ্গাদের ‘বোঝা বইতে হবে’ বাংলাদেশকেই, বিদেশমন্ত্রীকে চিঠি ১২ মার্কিন সেনেটরের]

আগামী ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসে ভারতে এবং ১৬ ডিসেম্বর (December 16) বাংলাদেশে – দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ঘিরে প্রস্তুতি চলছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হানাদার পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র দিয়ে সহযোগিতা ছাড়াও যুদ্ধ চলাকালে একই বছরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন দেশ স্বীকৃতি দিয়েছিল। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।

[আরও পড়ুন: এ কেমন মা! যৌনাঙ্গ কেটে নিজের সন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা]

শুধু তাই নয়- ৬ ডিসেম্বর দিনটিতে আরও স্মরণীয় করতে ভারত আয়োজিত ‘মৈত্রী দিবসে’র অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা ‍ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি (Delhi) সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement