স্টাফ রিপোর্টার : ঢাকুরিয়ায় বিনোদিনী গার্লস হাইস্কুলে ছাত্রী নিগ্রহের ঘটনায় প্রধান শিক্ষিকায় ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার ঘটনার পরই স্কুল পরিদর্শনে এসেছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। শিক্ষা দপ্তরকে দেওয়া রিপোর্টে এ বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বুধবার সকালে স্কুল খোলা থাকলেও প্রাথমিক বিভাগে ছাত্রীরা আসেনি বলেই স্কুল সূত্রে খবর। স্কুলের প্রধান শিক্ষিকা দীপান্বিতা রায়চৌধুরি জানিয়েছেন, স্কুলের পঠনপাঠন স্বাভাবিক রাখার জন্য নোটিস দেওয়া হলেও প্রাথমিকে সেভাবে ছাত্রীরা আসেনি। দিবা বিভাগে ছাত্রীদের হাজিরা ৫০ শতাংশ। স্কুলের সামনে বসেছে পুলিশি প্রহরা।
[ বিনোদিনী গার্লস কাণ্ড, উন্মত্ত জনতার হাত থেকে আন্টিদের রক্ষা করল ৪ ছাত্রীই]
পাঁচ বছরের এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগকে ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাইস্কুল চত্বর। বিক্ষোভ দেখান উত্তেজিত অভিভাবককরা। ভাঙচুর চলে স্কুলে। মার খান শিক্ষিকারা। ঢাকুরিয়া স্টেশনেও তাঁদের উপরে চড়াও হয় এক দল বিক্ষোভকারী। আক্রান্ত হয় পুলিশও। লেক থানার পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়। আহত হন ৮ পুলিশকর্মী। পুলিশের পালটা লাঠির আঘাতে মাথা ফাটে এক অভিভাবকের। পরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শিক্ষক দীপক কর্মকারকে। ধৃতকে আদালতে পেশের পর পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। গোপন জবানবন্দি নেওয়া হবে নির্যাতিতা শিশুটির। তদন্তকারীরা জানিয়েছেন, যে ঘরে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেই ঘরে সিসিটিভি ক্যামেরা নেই। ফলে ঠিক কী ঘটেছিল, তা একমাত্র নির্যাতিতার পক্ষেই বলা সম্ভব।
ছবি: পিন্টু প্রধান
[ আইনসভার বিচার্য বিষয়, পুজো অনুদান মামলা খারিজ কলকাতা হাই কোর্টের]
The post বিনোদিনী গার্লস কাণ্ডে প্রধান শিক্ষিকার ভূমিকায় অসন্তুষ্ট প্রাথমিক শিক্ষা সংসদ appeared first on Sangbad Pratidin.