shono
Advertisement

কাটল জট, মঙ্গলেই নিয়োগপত্র বাম জমানায় ‘বঞ্চিত’ ৩২৮ শিক্ষককে

সুখবর দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Posted: 09:00 PM Feb 05, 2024Updated: 09:00 PM Feb 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ আন্দোলনের পর নিয়োগ পেতে চলেছেন বাম জমানার ২০০৯- এর প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। মঙ্গলবারই আন্দোলনকারী ৩২৮ জনের নামের প্যানেল প্রকাশ। এদিন থেকেই বাড়ি বাড়ি পাঠানো হবে নিয়োগপত্র। ঘোষণা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষের। এদিনও ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আলোচনা চলছিল। সেই আলোচনায় ফল পাওয়া গিয়েছে। আগামিকাল ডায়মন্ড হারবারের ডিপিএসসি নামের প্যানেল প্রকাশ করবেন। আন্দোলনকারীদের কাছে সংশ্লিষ্ট আধিকারিককে সহযোগিতার আর্জিও জানিয়েছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত,পূর্বতন বাম সরকারের আমলে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক (Primary Teachers) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষাও হয়েছিল। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় এসে সেই নিয়োগ বাতিল করে। ২০১৪ সালে নতুন করে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যন্ত জেলাগুলির নিয়োগ হলেও দক্ষিণ ২৪ পরগনার নিয়োগ আটকে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের প্যানেলই প্রকাশিত হয়নি। ১৪ বছর ধরে নিয়োগের আশায় বসে রয়েছেন তাঁরা। শেষে আদালতের অনুমতি নিয়ে ৩৭ দিন ধরে ধর্মতলায়ও অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। এর পর কুণাল ঘোষের সঙ্গে বার কয়েক বৈঠকে করেন তাঁরা। এর পর ২০২২ সালে দেড় হাজার জনের প্যানেল প্রকাশ হয়। ইতিমধ্যে তাঁরা চাকরিও করছেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

[আরও পড়ুন: লোকসভায় কত আসন পাবে বিজেপি? জানিয়ে দিলেন ‘আত্মবিশ্বাসী’ মোদি]

প্রায় দেড় বছর কেটে গেলেও চাকরি পাননি ৩২৮ জন। তাঁরা এখনও ডায়মন্ড হারবারের ডিপিএসসি-র সামনে ধরনা দিচ্ছেন। এবার আলোচনার মাধ্যমে তাঁদেরও নিয়োগ জট কাটল। মঙ্গলবার থেকে নিয়োগপত্র দেওয়া শুরু হবে। এ প্রসঙ্গে কুণাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়, শিক্ষামন্ত্রীর সহযোগিতায়, এসএসসির উদ্যোগে জট কেটেছে। আগামিকাল ডায়মন্ড হারবার ডিপিএসসির চেয়ারম্যান অজিত নায়েক নিজের অফিসে গিয়ে বেলা ১১টায় সাংবাদিক বৈঠক করে প্যানেল প্রকাশ করবেন। কাল থেকেই নিয়োগের চিঠি যাবে বাড়ি-বাড়ি।” ডিপিএসসির চেয়ারম্যানকে সহযোগিতার আর্জি জানিয়েছেন কুণাল।

[আরও পড়ুন: ‘অধীরবাবুকে দেখে কষ্ট হয়’, কংগ্রেসের অন্তর্কলহে ‘ইন্ধন’ কৌশলী মোদির!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement