shono
Advertisement

করোনা আতঙ্কের জের, স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলজিয়াম সফর

ইতিমধ্যেই ভারতীয়দের বিদেশযাত্রায় কার্যত নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। The post করোনা আতঙ্কের জের, স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলজিয়াম সফর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Mar 05, 2020Updated: 05:16 PM Mar 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের প্রভাব এবার আন্তর্জাতিক কূটনীতিতে। পিছিয়ে গেল ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ নেতাদের প্রস্তাবিত বৈঠক। ওই বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহেই ব্রাসেলস যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। কিন্তু, করোনা আতঙ্কের জেরে প্রধানমন্ত্রী ওই সফর বাতিল করেছেন। ফলে, অথৈ জলে ভারত-ইউ শীর্ষ বৈঠক।

Advertisement

[আরও পড়ুন: ‘ডুবন্ত টাইটানিকের ক্যাপ্টেন’, করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে কটাক্ষ রাহুলের]

কাশ্মীরের বিশেষ মর্যাদা এবং সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে দেশজুড়ে চলা বিক্ষোভ নিয়ে আগামী সপ্তাহে ইউরোপিয় দেশগুলির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল মোদির। ব্রাসেলসে প্রস্তাবিত বৈঠকটির সূচি নির্ধারণ এবং এ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি ঠিক করতে গত মাসে বেলজিয়াম যান বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ঠিক হয়, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ব্রাসেলস গিয়ে ইউরোপিয়  ইউনিয়নের প্রতিনিধিদের সংশোধিত নাগরিকত্ব আইন এবং কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বোঝাবেন মোদি। কিন্তু, করোনা আতঙ্কের জেরে ওই বৈঠক স্থগিত হয়ে গেল। পরবর্তীকালে তা কবে হবে, এ নিয়ে এখনও বিদেশ মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, দুই দেশের স্বাস্থ্য দপ্তরই মনে করছে, এই মুহূর্তে কোনওরকম বিমান সফর ঠিক হবে না। সেই পরামর্শ মেনেই প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। 

[আরও পড়ুন: ‘সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার করোনা টেস্ট করা হোক’, বিতর্কিত মন্তব্য বিজেপির জোট সঙ্গীর]

উল্লেখ্য, আজই স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ভারতীয়দের বিদেশযাত্রায় একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেন। তিনি পরামর্শ দেন জরুরি কাজ না থাকলে, বা খুব প্রয়োজন না থাকলে বিদেশে না যাওয়ায় ভাল। তবে, করোনা নিয়ে যে আতঙ্কের কোনও কারণ নেই, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হু (World Health Organisation)-এর নির্দেশ মেনে ভারতে অনেক আগে থেকেই করোনা থেকে বাঁচতে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখনও প্রায় ৬,১১,১৭৬ জন যাত্রীকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। আগে ১২টি দেশের যাত্রীদের ভারতে প্রবেশের আগে স্ক্রিনিং করলেও এখন প্রতিটি দেশের যাত্রীদের প্রবেশের সময়েও স্ক্রিনিং করার নির্দেশ জারি করা হয়েছে।

The post করোনা আতঙ্কের জের, স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলজিয়াম সফর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement