সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বসুন্দরীর তকমা পেয়েছেন। কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। তারপর পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানেও হয়ে উঠেছেন ভারতের মুখ। এরই মাঝে প্রিয়াঙ্কা চোপড়া দাঁড়িয়েছেন সেই সমস্ত মানুষের পাশে, ভিটেছাড়া হয়ে যাঁদের দিনের পর দিন আশ্রিত হয়ে দিন কাটাতে হয়েছে। একদিন নয় বহু আগে থেকেই এই কাজ করে আসছেন পি সি। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর তিনি। এবার উদ্বাস্তুদের হয়ে সমাজসেবামূলক কাজ করার জন্য নয়া স্বীকৃতি পেলেন অভিনেত্রী। মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দেওয়া হল তাঁকে।
[বিয়ের পরও নেটদুনিয়ার খোরাক বিরুষ্কা, শুভেচ্ছাতেও মশকরা]
কোয়ান্টিকোর তৃতীয় মরশুমের শুটিং চলছে। তাই নিজে হাতে পুরস্কার নিতে আসতে পারেননি প্রিয়াঙ্কা। মেয়ের হয়ে সম্মান গ্রহণ করলেন মা মধু চোপড়া। জানালেন, ছোটবেলা থেকেই অন্যের দুঃখ ভীষণভাবে প্রভাবিত করে প্রিয়াঙ্কাকে। অন্যের দুঃখ-দুর্দশা বোঝার মতো মন যাঁর কাছে রয়েছে, এমন মেয়ে পেয়ে গর্বিত তিনি। প্রিয়াঙ্কার বিশ্বাস, বিশ্বকে যতটা ফিরিয়ে দেবে ততটাই তুমি প্রতিদান হিসেবে পাবে। ছোট থেকেই মাদার টেরিজার ভক্ত পি সি। বরেলির প্রেম নিবাসকে ভীষণভাবে সমর্থন করেন তিনি। এই অ্যাওয়ার্ড তাঁর কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ।
[সলমনের মতোই এবার ছবির ব্যর্থতার দায় নিলেন ‘হ্যারি’ শাহরুখ]
সম্প্রতি ইউনিসেফের হয়ে জর্ডন সফরে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে সিরিয়ার উদ্বাস্তুদের সঙ্গে দেখা করেন নায়িকা। তাঁদের কথা তুলে ধরেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। শিশুদের পড়ার অধিকার নিয়েও তিনি ইউনিসেফ-এ সরব হয়েছিলেন।
সেই সমস্ত কাজের পুরস্কার হিসেবেই মাদার টেরিজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়াঙ্কা। আর তাতে মা হিসেবে ভীষণই গর্বিত মধু চোপড়া। এই পুরস্কার পি সি-কে আরও উৎসাহ দেবে বলে মনে করেন মধু।
[ভাঙনের মুখে সুপারস্টার শাকিব-অপুর বিয়ে, ঠেকাতে কারা উদ্যোগী হল জানেন?]
The post মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত প্রিয়াঙ্কা চোপড়া appeared first on Sangbad Pratidin.