shono
Advertisement

ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা

হলিউড নাকি বলিউড, কোন ছবিতে দেখা যাবে তাঁকে? The post ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:31 PM Jan 31, 2019Updated: 03:31 PM Jan 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পরই দর্শকদের সুখবর দিলেন প্রিয়াঙ্কা৷ ভাবছেন তো পারিবারিক জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি৷ মানে বাড়িতে নতুন অতিথি আসার খবর দিয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু না, এখনও এই চিন্তার সময় আসেনি৷ তার চেয়ে বরং খোলসা করেই বলা যাক৷ বেশ কয়েকদিন সিনে দুনিয়া থেকে দূরে থাকলেও আবারও ছবির জগতে ফিরছেন তিনি৷ অস্কারজয়ী ব্যারি লেভিনসনের পরিচালনায় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন পিগি চপস৷

Advertisement

‘মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কঙ্গনা’, অভিযোগ তুললেন ‘মণিকর্ণিকা’-র অভিনেত্রী

এ দেশের মেয়ে হলেও বর্তমানে বিদেশের বউ তিনি৷ বিয়ের হওয়ার আগেই যদিও হলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা৷ ‘কোয়ান্টিকো’ দিয়ে অভিষেক হয় তাঁর৷ এরই মাঝে সলমন খানের সঙ্গে ‘ভারত’ ছবিতে অভিনয়ের কথা ছিল পিগির৷ কিন্তু শুটিং শুরুর আগেই এই ছবি থেকে সরে আসেন প্রিয়াঙ্কা৷ বলিউডি ছবি ‘বেওয়াচ’-এ শেষবার দেখা গিয়েছিল তাঁকে৷ বি-টাউন থেকে সরে একটু একটু করে হলিউডে নিজের জায়গা তৈরি করেন প্রিয়াঙ্কা৷ একের পর এক ছবিও করেছেন তিনি৷ এরই মাঝে দিনকয়েক ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছিলেন নিক ঘরনি৷ কিছু সমস্যায় সে ছবির শুটিং আপাতত থমকে গিয়েছে৷ যদিও অভিনেত্রীর দাবি, খুব শীঘ্রই নাকি ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং শেষ হবে৷

পোশাক নিয়ে কট্টরপন্থীদের রোষের মুখে সারা, পালটা দিলেন অভিনেত্রীও

শুধু ‘দ্য স্কাই ইজ পিংক’ না৷ প্রিয়াঙ্কা নিজেই জানালেন তাঁর হাতে রয়েছে আরও ছবির সুযোগ৷ ব্যারি লেভিনসনের পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর৷ মঙ্গলবার একটি অনুষ্ঠানে একথা জানান প্রিয়াঙ্কা৷ তিনি জানান,‘‘এই ছবিতে কোনও রোম্যান্টিসিজম নেই৷ পরিবর্তে ভারতীয় ধর্মগুরু মা আনন্দ শীলার ভূমিকায় অভিনয় করবেন তিনি৷ এটাই তাঁর চতুর্থ হলিউড ছবি৷’’ আমেরিকানদের মনে ভক্তির উদয় ঘটিয়েছিলেন এই ধর্মগুরু৷ তাকে নিয়েই ছবি তৈরি করছেন পরিচালক ব্যারি লেভিনসন৷ নেটফ্লিক্সে মা আনন্দ শীলাকে নিয়ে তথ্যচিত্র রয়েছে৷ যা আমেরিকায় যথেষ্ট জনপ্রিয়৷ ওই তথ্যচিত্র দেখেই ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন ব্যারি লেভিনসন৷ ভারতীয় এই ধর্মগুরুকে নিয়ে বলিউডে ছবি তৈরির পরিকল্পনা শোনা গিয়েছিল৷ তবে এখন সেই গুঞ্জন একেবারেই ধামাচাপা পড়ে গিয়েছে৷

The post ধর্মগুরুর চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement