shono
Advertisement

‘কৃষকদের জন্য ভাবিত হলে অজয় মিশ্রর সঙ্গে মঞ্চ ভাগ করবেন না’, মোদিকে তোপ প্রিয়াঙ্কার

অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার।
Posted: 12:01 PM Nov 20, 2021Updated: 12:17 PM Nov 20, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তারপর থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা শুরু করে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীরা। তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। কংগ্রেস নেত্রী শুক্রবারই তোপ দেগে বলেছিলেন, ক্ষণে ক্ষণে রং বদলায় মোদি সরকার। শনিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সনিয়া কন্যা। সেখানে তিনি আরজি জানালেন, যদি কৃষকদের সম্পর্কে প্রধানমন্ত্রীর উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে তাঁর উচিত নয় অজয় মিশ্রর সঙ্গে এক মঞ্চে না থাকা।

Advertisement

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে অভিযোগ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে দেওয়ার। যা নিয়ে বিতর্ক চরমে পৌঁছেছিল গত মাসে। পুলিশ গ্রেপ্তারও করেছে আশিসকে। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের পরেও মোদি সরকারের সমালোচনায় এবার সেই ইস্যুই তুলে ধরলেন প্রিয়াঙ্কা।

ঠিক কী লিখেছেন প্রিয়াঙ্কা? তাঁর চিঠিতে কংগ্রেস নেত্রীর আরজি, ”মাননীয় প্রধানমন্ত্রী, যদি দেশের কৃষকদের প্রতি আপনার মনোভাব সত্যিই সৎ থাকে, তাহলে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির সঙ্গে ডিজিপি কার্যক্রমের মঞ্চ ভাগ করবেন না। ওঁকে বরখাস্ত করুন।”

[আরও পড়ুন: International Men’s Day: ‘এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে…’, শোভনকে বিশেষ বার্তা বৈশাখীর]

উল্লেখ্য, শুক্রবার গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিয়েছেন, বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।

[আরও পড়ুন: ‘এই তৃণমূল আর নয়…’ আগরতলায় বাবুল সুপ্রিয়র সভার মাঝেই বেজে উঠল তাঁরই গাওয়া গান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement