shono
Advertisement

Breaking News

Prosenjit-Trishanjit

ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন, গর্বিত বাবা প্রসেনজিৎ, শেয়ার করলেন ভিডিও

প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। ভালো নাম তাঁর তৃষাণজিৎ।
Published By: Suparna MajumderPosted: 02:44 PM May 18, 2024Updated: 02:53 PM May 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানকে বড় হতে দেখা বাবা-মায়ের কাছে স্বপ্নের মতো। যা বাস্তবে পরিণত হলে খুশির ঠিকানা থাকে না। ঠিক এমনটাই হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) ক্ষেত্রে। ছেলে মিশুকের গ্র্যাজুয়েশন সম্পন্ন হল। আনুষ্ঠানিকভাবে হাতে পেল সার্টিফিকেট। তাতেই গর্বিত বাংলার সুপারস্টার।

Advertisement

প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। ভালো নাম তাঁর তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন তারকা সন্তান। সেই ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ। ভিডিওতে বন্ধুদের সঙ্গে মিশুককে খোশমেজাজে দেখা যাচ্ছে। তৃষাণজিৎ চট্টোপাধ্যায়, নাম ঘোষণা হতেই মঞ্চের দিয়ে এগিয়ে যান তিনি। তার পর হাতে নেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। ক্যামেরার সামনে পোজ দেওয়ার ফাঁকেই নিজের সার্টিফিকেটটি দেখে নেন তৃষাণজিৎ।

[আরও পড়ুন: ‘ভারতমাতাকে কষ্ট দিও না…’, ভোট নিয়ে বিশেষ বার্তা সলমনের, কী বললেন ভাইজান?]

ছেলের ভিডিও শেয়ার করে সোশাল মিডিয়ায় প্রসেনজিৎ লেখেন, "আজ আমি গর্বিত বাবা হিসেবে দাঁড়িয়ে রয়েছি যখন আমার ছেলে মিশুক গ্র্যাজুয়েট হল। আর জীবনের এই রকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি কৃতজ্ঞ। অভিনন্দন তোমায়, আমার ছেলে, ভবিষ্যৎ তোমারই অপেক্ষায়।

[আরও পড়ুন: মুম্বইয়ে বেআইনি বিলবোর্ড ভেঙে মৃত্যু কাকা-কাকিমার, শেষকৃত্যে হাজির কার্তিক আরিয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে মিশুক। ভালো নাম তাঁর তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।
  • কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে গ্র্যাজুয়েট হলেন তারকা সন্তান। সেই ভিডিও শেয়ার করেছেন প্রসেনজিৎ।
Advertisement