shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে হিন্দু সুরক্ষার দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ, কলকাতায় কুণাল, কাঁথির মিছিলে শুভেন্দু

বাংলাদেশ ইস্যুতে এপারে ক্ষোভ বাড়ছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল।
Published By: Suhrid DasPosted: 07:47 PM Dec 08, 2024Updated: 07:47 PM Dec 08, 2024

সংবাদ প্রতিদিন ব্যুরো : বাংলাদেশের হিন্দু নাগরিকদের উপর অত্যাচার হচ্ছে। ক্রমে সেই দেশের পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে। সেই ঘটনার প্রতিবাদ দেখা যাচ্ছে এপারেও। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই ইস্যুতে প্রতিবাদ হচ্ছে। রবিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল বার হল। সেখানে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির ডাক দেওয়া হয়েছে। হিন্দুদের উপর অবিলম্বে অত্যাচার বন্ধ করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার ডাক দেওয়া হল বিক্ষোভ মিছিল থেকে। আলাদা আলাদা জায়গায় মিছিলে অংশ নিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisement


কলকাতার রাজপথে মিছিলে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে। মিছিল থেকে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিশানা করলেন তিনি। রবিবার সকালে নগেন্দ্র মঠ ও মিশন এই মিছিলের আয়োজন করে। সুকিয়া স্ট্রিট থেকে বাংলাদেশ ইস্যুতে মিছিল বার হয়েছিল।

রবিবার বেলা বাড়তেই রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল করে একাধিক সনাতনী হিন্দু সংগঠন। কাঁথিতে সনাতনী হিন্দু সমাজের মিছিল বার হয় এদিন বিকেলে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে অংশ নেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মিছিল বার করা হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন মহিলারা। কলকাতার সল্টলেক, নাগেরবাজার এলাকাতেও বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিল বার হয়েছিল। সেখানেও চিন্ময় প্রভুর মুক্তির দাবি তোলা হয়। সল্টলেকে বিক্ষোভকারীরা জামদানি শাড়ি জ্বালিয়ে প্রতিবাদ দেখান।

হুগলির রিষড়া, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও বাংলাদেশ ইস্যুতে মিছিল বার হয়। উল্লেখ্য, রবিবারই ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করল পদ্মাপাড়ের রাজনৈতিক দল বিএনপি। দলের প্রতিনিধিদল ভারতীয় দূতাবাসে যায় এবং স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে হাসিনার ভারতে ‘নিরাপদ আশ্রয়’ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে খালেদার দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের হিন্দু নাগরিকদের উপর অত্যাচার হচ্ছে।
  • ক্রমে সেই দেশের পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে।
  • প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল।
Advertisement