shono
Advertisement

এভারেস্ট জয়ের ভুয়ো দাবি, চাকরি গেল মহারাষ্ট্রের পুলিশ দম্পতির

শৃঙ্গ জয়ের রীতিমতো ভুয়ো ছবি পোস্ট করেছিলেন তাঁরা।
Posted: 02:26 PM Aug 08, 2017Updated: 08:56 AM Aug 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করাটা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। কিন্তু, কেউ যদি এভারেস্ট জয়ের মিথ্যা গল্প ফাঁদেন, তাহলে তার পরিণতি যে কী হতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পুণের এক পুলিশ দম্পতি। স্বামী ও স্ত্রী দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করেছে মহারাষ্ট্র পুলিশ। প্রসঙ্গত, মাস তিনেক আগে এই ঘটনায় ওই দম্পত্তিকে শো-কজ করা হয়েছিল।

Advertisement

[বাতিল ১১ লক্ষ প্যান কার্ড, আপনারটি বৈধ আছে তো?]

পুণের শিবাজিনগরে পুলিশের সদর দপ্তরে কনস্টেবল পদে কর্মরত ছিলেন দীনেশ রাঠোর ও তাঁর স্ত্রী তারকেশ্বরী। গত বছরের জুন মাসে জনসমক্ষে দীনেশ ও তাঁর স্ত্রী দাবি করেন, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তাঁরা। এভারেস্ট জয়ের প্রমাণ হিসেবে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেন ওই দম্পতি। কিন্তু, পরে নেপালের একদল স্থানীয় পর্বতারোহী জানান, দীনেশ ও তাঁর স্ত্রী আদৌও এভারেস্ট  জয় করেননি। এমনকী, শৃঙ্গ জয়ের প্রমাণ হিসেবে যে ছবিগুলি পেশ করেছেন তাঁরা, সেগুলিও নকল। বস্তুত, আগামী দশ বছরের জন্য ওই দম্পতির নেপাল প্রবেশে সেদেশের সরকার নিষেধাজ্ঞা জারি করেছে বলেও জানা যায়। এরপরই নড়েচড়ে বসে মহারাষ্ট্র পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য নেপাল সরকার চিঠি পাঠানো হয়। মাস তিনেক আগে কেন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হবে না, তা জানতে চেয়ে দীনেশ ও তাঁর স্ত্রী তারকেশ্বরীকে নোটিসও পাঠিয়েছিল মহারাষ্ট্র পুলিশ। জানা গিয়েছে, সেই নোটিসের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই দম্পতি। এরপরই দীনেশ রাঠোর ও তাঁর স্ত্রী তারকেশ্বরী রাঠোরকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন) সাহেবরাও প্যাটেল জানিয়েছেন, এভারেস্ট জয় করার মিথ্যা দাবি করেছিলেন ওই দম্পতি। এমনকী, শৃঙ্গ জয়ের প্রমাণ হিসেবে নকল ছবি ও বিভ্রান্তিকর তথ্যও প্রচার করেছিলেন তাঁরা। এই ঘটনায় মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুণের একটি পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্রের সেক্রেটারি সুরেন্দ্র সেলকা জানিয়েছেন, ওই দম্পতি যে পথে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন বলে দাবি করেছিলেন, তাতেও প্রচুর অসঙ্গতি ছিল।

[মুসলিম সম্প্রদায়ের স্নাতক মহিলাদের বিয়েতে আর্থিক অনুদান দেবে কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার