shono
Advertisement
Pune Rape Case

পুণের বাসে ধর্ষণকাণ্ডে দুষ্কৃতীকে ধরতে পুলিশের ১৩ দল, ১ লক্ষ পুরস্কার ঘোষণা

অভিযুক্তের ছবি প্রকাশ্যে আনল পুলিশ।
Published By: Kishore GhoshPosted: 01:15 PM Feb 27, 2025Updated: 01:17 PM Feb 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থানা থেকে ১০০ মিটার দূরত্বে একটি সরকারি বাসের মধ্যে যুবতীকে ধর্ষণ! মঙ্গলবার ভোরের এই ঘটনায় শোরগোল পড়ে যায় পুণ-সহ গোটা মহারাষ্ট্রে। যদিও এখন পর্যন্ত হদিশ মেলেনি অভিযুক্ত দত্তাত্রয় রামাদাস গাদের। তাঁর খোঁজে পুলিশ ১৩টি বিশেষ দল গঠন করেছে। পাশাপাশি অভিযুক্তের খোঁজ দিলে ১ লক্ষ পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছে পুণে পুলিশের অপরাধদমন শাখা। প্রকাশ্যে আনা হয়েছে পলাতক যুবকের ছবি।

Advertisement

৩৬ বছরের গাদে দাগী দুষ্কৃতী, জানিয়েছে পুলিশ। অতীতেও জঘন্য অপারধের কারণে পুলিশের খাতায় নাম উঠেছে অভিযুক্তের। পুণে শহর এবং পার্শ্ববর্তী অহল্যানগরে ছ'টি চুরি ঘটনা, ডাকাতি এবং গলার হার ছিনতাইয়েও অভিযুক্ত সে। একাধিক অপরাধের ঘটনায় জেলও খেটেছে। ২০১৯ সালে জামিনে মুক্ত হয়। সেই অপরাধীই মঙ্গলবার ২৭ বছরের যুবতীকে ধর্ষণ করে গত আটচল্লিশ ঘণ্টা ধরে বেপাত্তা।

মঙ্গলবার ভোর ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে পুণের স্বর্গতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন যুবতী। সেখানেই দাঁড়িয়ে থাকা বাসে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশকে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, তিনি পরিচারিকার কাজ করেন। এদিন ভোরে বাড়ি ফিরছিলেন। বাস ধরার জন্যই সেখানে গিয়েছিলেন। যুবতীর অভিযোগ, অভিযুক্ত তাঁকে প্রথমে ‘দিদি’ বলে সম্বোধন করে। তারপর বলে এই বাসেই উঠুন। এটা যাবে। কিন্তু বাসের আলো নেভানো দেখে তিনি প্রথমে উঠতে চাননি। তাঁকে ইতস্তত বোধ করতে দেখে অভিযুক্ত বলে, বাসের যাত্রীরা ঘুমাচ্ছে। তাই লাইট নেভানো। এরপর তিনি বাসে উঠতেই অভিযুক্ত যুবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর সেখান থেকে পালিয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৬ বছরের গাদে দাগী দুষ্কৃতী, জানিয়েছে পুলিশ।
  • মঙ্গলবার ভোর ৫টা ৪৫ থেকে ৬টার মধ্যে পুণের স্বর্গতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ওই যুবতী।
Advertisement