shono
Advertisement

হাঁটুজলে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ছবি পোস্ট করে কুর্নিশ গুল পানাগের

ছবি দেখে টনক নড়ল পাঞ্জাব সরকারের। The post হাঁটুজলে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ছবি পোস্ট করে কুর্নিশ গুল পানাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Jul 19, 2018Updated: 04:52 PM Jul 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনকয়েকের বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা৷ বেশীরভাগ রাস্তাই চলে গিয়েছে জলের তলায়৷ কোথাও হাঁটুজল তো আবার কোথায় গোড়ালি ডোবা জল জমে গিয়েছে৷ রাস্তার অবস্থা বেহাল হলেও, যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক পুলিশ৷ এবার ওই ট্রাফিক পুলিশদের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী গুল পানাগ৷

Advertisement

[গণপিটুনি রোখার দায়িত্ব রাজ্যেরই, রাজনাথের বক্তব্যে ক্ষোভ বিরোধীদের]

নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাফিক পুলিশের দুটি ছবি পোস্ট করেন গুল পানাগ৷ ছবিতে দেখা যাচ্ছে, পাতিয়ালা রোডের জিরাকপুর ফ্লাইওভারের সামনে হাঁটুজলে দাঁড়িয়ে যানচলাচল নিয়ন্ত্রণ করছেন হেড কনস্টেবল গুরধিয়ান সিং ও গুরদেব সিং৷ অভিনেত্রী তাঁর টুইটার হ্যান্ডলে লেখেন, ‘‘পায়ে চোট নিয়েই সাধারণ মানুষের জন্য কাজ করছেন দুজনে৷’’ পাঞ্জাব ট্রাফিক পুলিশের যান নিয়ন্ত্রণের ছবি টুইট করেন অভিনেত্রী৷ ওই দুই ট্রাফিক পুলিশকে পুরস্কৃত করার অনুরোধ জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে৷

[এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর গাড়িতেও নম্বর প্লেট বাধ্যতামূলক]

গুল পানাগের এই টুইটার সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়৷ পাঞ্জাবের দুই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের ছবিতে মুগ্ধ নেটিজেনরা৷ গুল পানাগের সুরে সুর মেলান প্রত্যেকে৷ নেটিজেনদের দাবি, এই দুই ট্রাফিক পুলিশ যেভাবে জলের মধ্যে দাঁড়িয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন, তাঁদের সাধুবাদ দেওয়া উচিত৷ আবার কারও দাবি, গুরধিয়ান সিং ও গুরদেব সিংই আদর্শ হওয়া উচিত সকলের৷ পাঞ্জাব ট্রাফিক পুলিশদের মধ্যে এই দুজনকে ‘রত্ন’ বলেও বাহবা জানানো হয়েছে৷ দুই ট্রাফিক পুলিশের কীর্তি সবার সামনে তুলে ধরার জন্য গুল পানাগের এহেন উদ্যোগকেও সাধুবাদ জানান নেটিজেনরা৷

[নাবালকের কেরামতি, অ্যাপ নির্ভর ক্যুরিয়ার পরিষেবায় এবার ডাব্বাওয়ালারা]

টুইট ঝড়ে ট্রাফিক পুলিশদের কীর্তি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও৷ হেড কনস্টেবল গুরধিয়ান সিং ও গুরদেব সিংকে পুরস্কৃত করা হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার৷ ঝড়বৃষ্টি ভুলে দায়িত্ব পালনের জন্য বৃহস্পতিবারই দুজনের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র ও নগদ পুরস্কারও৷ শুধু তাই নয়, দুই ট্রাফিক পুলিশের ছবি টুইট করার জন্য গুল পানাগকেও ধন্যবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী৷

The post হাঁটুজলে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, ছবি পোস্ট করে কুর্নিশ গুল পানাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement