shono
Advertisement
Puri

এবার জগন্নাথের মাসির বাড়ি! শনি সকালে পুরীর গুণ্ডিচা মন্দিরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

রথযাত্রার আগে পুরীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন জগন্নাথ ভক্তরা।
Published By: Amit Kumar DasPosted: 09:50 AM Jun 01, 2024Updated: 09:50 AM Jun 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড পুরীর (Puri) মন্দিরে। এবার জগন্নাথের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। জানা গিয়েছে, নকাচনা দ্বারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি ফাইবারের তৈরি ব্যারিকেডে আগুন লেগে যায়। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকালে হঠাৎ মন্দিরের কর্মীদের নজরে আসে এই অগ্নিকাণ্ড। স্থানীয়দের তরফে আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় দমকল বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নেভাতে সফল হত তাঁরা। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তা জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এদিকে বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: মাসের শুরুতেই একধাক্কায় অনেকটা কমল গ্যাসের দাম!]

উল্লেখ্য, পুরীর মূল মন্দির থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত গুণ্ডিচা মন্দির (Gundicha temple)। যা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসির বাড়ি হিসেবে পরিচিত। রথযাত্রার সময় এই মন্দিরেই অধিষ্ঠান করেন তাঁরা। যেখানে আগুন লেগেছে সেই পূর্বদিকের দরজা দিয়েই ৩ জনকে রথে তোলা হয়। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

মাত্র ২ দিন আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল পুরীতে। গত বুধবার রাতে ছিল জগন্নাথ দেবের চন্দন যাত্রা। রীতি মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-র ‘চাপা খেলা’র জন্য আতসবাজি মজুত করা হয়েছিল। সেই বাজি পোড়ানার সময় বিপত্তি বাধে। কয়েকজন যুবক বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি ছিটকে এসে লাগে বাজির স্তূপে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ও বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এক শিশু-সহ ৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি, শিশু-সহ ২৫ জন আহত হন। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায়। রথযাত্রার আগে পুরীতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন জগন্নাথ ভক্তরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement