shono
Advertisement
Telangana

বড়দের অলক্ষেই কাচবন্ধ গাড়িতে ঢুকে শ্বাসরুদ্ধ! মর্মান্তিক পরিণতি দুই শিশুর

ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Published By: Biswadip DeyPosted: 09:22 AM Apr 15, 2025Updated: 09:36 AM Apr 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের অলক্ষে কাচবন্ধ গাড়ির ভিতরে ঢুকে পড়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুকন্যার। চার ও পাঁচ বছরের দুই একরত্তির মর্মান্তিক পরিণতিতে শোকের আবহ তেলেঙ্গানার রানগারেদ্দিতে।

Advertisement

ঠিক কী হয়েছিল? তেলেঙ্গানার দামারাগিরির বাসিন্দা চার ও পাঁছ বছরের থানি শ্রী ও অভিনেত্রী। এক আত্মীয়ের বিয়ে সম্পর্কে আলোচনা করতে তাদের মা-বাবা শিশুগুলির ঠাকুরদার বাড়ি গিয়েছিলেন। তাঁদের সঙ্গেই ছিল দুই ছোট্ট মেয়ে। বড়রা যখন আলোচনায় মশগুল, কেউই খেয়াল করেননি তারা বাড়ির বাইরে এসে নিজেদের গাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এরপর তারা ভুল করে দরজা বন্ধ করে ফেললে দমবন্ধ হয়ে সেখানেই তাদের মৃত্যু ঘটে। এমনটাই দাবি পুলিশের। 

জানা গিয়েছে, প্রায় একঘণ্টা পর সকলের খেয়াল পড়ে দুই বোন বাড়িতে নেই। দুই শিশুকে গাড়ির ভিতরে অচেতন অবস্থায় আবিষ্কার করার পর দ্রুত তাদের নিয়ে হাসপাতালে ছোটেন অভিভাবকরা। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, অনেকক্ষণ আগেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু'জনের। ঘটনায় শোকের ছায়া এলাকায়। 

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে মধ্যপ্রদেশের এক শরণার্থী পরিবারেরও এমনই পরিণতি হয়েছিল। দুর্ঘটনাবশত সেই পরিবারের সদস্যরা গুজরাটে এক পার্ক করা গাড়ির ভিতরে দমবন্ধ হয়ে মারা যান। এবার তেলেঙ্গানায় একই ভাবে দুই শিশুকন্যার মৃত্যুর কথা জানাল পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সকলের অলক্ষে কাচবন্ধ গাড়ির ভিতরে ঢুকে পড়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুকন্যার।
  • বাড়ির লোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
  • চার ও পাঁচ বছরের দুই একরত্তির এমন মর্মান্তিক পরিণতিতে শোকের আবহ তেলেঙ্গানার রানগারেদ্দিতে।
Advertisement