shono
Advertisement

‘ভূত’ দেখতে এসে বাধা, পর্যটকদের গাড়ি ভাঙচুর বেগুনকোদরে

ভূতের নামে ব্যবসা ফেঁদেছে ট্যুর কোম্পানিগুলি? The post ‘ভূত’ দেখতে এসে বাধা, পর্যটকদের গাড়ি ভাঙচুর বেগুনকোদরে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:34 PM Jan 01, 2018Updated: 07:28 AM Jan 01, 2018

সুমিত বিশ্বাস: এই সেই ‘ভুতুড়ে’ স্টেশন? এখানে নাকি বহুদিন ভূতের বাস? এরকমই প্রশ্ন ইতিউতি ঘোরাঘুরি করছিল ওঁদের মুখে৷ কাগজে এ নিয়ে দেদার খবর পড়েছেন৷ বেড়াতে গিয়ে এমন জায়গা পাশে থাকতে কে না ঢুঁ দিতে চায়! তাই পুরুলিয়া বেড়াতে এসে গাড়ি হাঁকিয়ে বেগুনকোদরে চলে গিয়েছিলেন জনা পঁচিশ পর্যটক৷ সকলেরই চোখেমুখে কৌতূহল৷ গলায় ঝুলছে ক্যামেরা৷ কিন্তু বাসিন্দাদের আপত্তিতে শেষমেশ সে আশা পূরণ হল না৷ স্টেশনে ঢোকার আগেই পর্যটকদের গাড়ি ভাঙচুর করে তাঁদের তাড়িয়ে দেওয়া হল বলেই অভিযোগ৷

Advertisement

ভূত খুঁজতে কুখ্যাত বেগুনকোদরে রাত জাগা শুরু প্রশাসনের ]

প্রায় পাঁচ দশকের আতঙ্ক৷ বেগুনকোদর স্টেশনে সর্বত্র তা জাঁকিয়ে বসে আছে৷ অবশ্য সরানোর সদিচ্ছা নেই বললেই চলে৷ কেননা ভূত থাকলেই ব্যবসা জমে৷ ভূতের টানে এভাবেই পর্যটকরা হাজির হন৷ কৌতূহল আর ‘কুহেলি’ সিনেমার অভিজ্ঞতা মিলিয়ে মিশিয়ে এক গা ছমছমে অভিজ্ঞতার শরিক হতে চান তাঁরা৷ এতেই ঘোর আপত্তি বাসিন্দাদের৷ বিজ্ঞান মঞ্চ হাতে কলমে দেখিয়ে দিয়েছে, এ তল্লাটে ভূত বলে কিছু নেই৷ সংবাদ প্রতিদিন ডিজিটালও তার সাক্ষী ছিল৷ তবু এই কাল্পনিক ভূতের উপদ্রব কিছুতেই কমছে না৷ আর তার টানে পর্যটকদেরও হাজির হওয়ায় কমতি নেই৷

বর্ষশেষে পুরুলিয়া বেড়াতে এসে বেগুনকোদরে পৌঁছেছিলেন জনা পঁচিশেকের একটি দল৷ তাঁরা হুগলি, তারকেশ্বর ও দক্ষিণ বাঁকুড়ার বাসিন্দা৷ গত শনিবার তাঁরা পুরুলিয়ায় পা রেখেছিলেন৷ ঝালদার কাছে তুলিনের একটি হোটেলে উঠেছেন৷ পুরুলিয়ার বিভিন্ন জায়গা ঘুরে, ছিন্নমস্তার পুজো দিয়ে একজোট হয়েই বেগুনকোদর ঘুরে দেখার সাধ ছিল তাঁদের৷ কিন্তু ঢাল হয়ে দাঁড়ান বাসিন্দারা৷ লাঠিসোঁটা হাতে তাঁরা এগিয়ে আসেন৷ প্রশ্ন করেন, কেন এখানে বেড়াতে এসেছেন? পর্যটকরা জানান, সংবাদমাধ্যমে এই ভুতুড়ে স্টেশনের কথা অনেক শুনেছেন৷ তাই চাক্ষুষ করতে এসেছেন৷ পর্যটকদের সঙ্গে ছিল ক্যামেরাও৷ এই ক্যামেরা দেখে ও পর্যটকদের উত্তর শুনেই খেপে যান স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, এইসব ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুসংস্কার ছড়ান পর্যটকরা৷ যার কারণে বদনামের ভাগীদার হতে হয় বেগুনকোদরকে৷ পর্যটকদের সঙ্গে বাসিন্দাদের তপ্ত বাদানুবাদ হয় এ নিয়ে৷ উত্তেজিত বাসিন্দারা পর্যটকদের তিনটি ছোট গাড়ি ভাঙচুর করেন৷ পালিয়ে প্রাণে বাঁচেন পর্যটকরা৷

ফাঁস ‘ভুতুড়ে’ বেগুনকোদরের রহস্য, সামনে এল ভয়ঙ্কর চক্রান্ত ]

ফেরার পথে কোটশিলা থানায় পুরো বিষয়টি জানিয়ে যান পর্যটকরা৷ তাঁদের বক্তব্য, কোনও অসৎ উদ্দেশ্য নিয়ে তাঁরা বেগুনকোদরে যাননি৷ সংবাদমাধ্যমে এই জায়গা সম্পর্কে অনেক পড়েছেন৷ তাই পুরুলিয়া বেড়াতে এসে স্বাভাবিক কৌতূহলেই তা ঘুরে দেখার ইচ্ছে হয়েছিল৷ কোনওরকম কুসংস্কার ছড়ানো তাঁদের উদ্দেশ্য নয়৷ অন্যদিকে বাসিন্দাদের বক্তব্য, ভূতের নাম করে বেগুনকোদরে ঘোস্ট ট্যুরিজম চালাচ্ছে কিছু ট্যুর ও ট্রাভেল কোম্পানি৷ ওই সংস্থাগুলিই ভূতের নাম করে পর্যটকদের ডেকে আনছে৷ ফলে বিজ্ঞান মঞ্চ ও পুলিশ যতই উদ্যোগই নিক না কেন, ভূতের বাসা হয়েই ক্রমাগত থেকে যাচ্ছে বেগুনকোদর৷

জীবিতকে মৃত বলে ঘোষণা করে স্কুলে শোকপালন, ২ দিন ছুটি! ]

এদিকে বেড়াতে এসে পর্যটকরা হেনস্তার মুখে পড়ার ঘটনায় বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ বর্ষশেষ আর বর্ষবরণের এই মুহূর্তে অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকায় পর্যটকের ঢল নেমেছে৷ বেগুনকোদরের এই ঘটনায় অন্যান্য পর্যটকদের চোখেমুখেও আতঙ্কের ছাপ৷

ছবি- অমিত সিং দেও

The post ‘ভূত’ দেখতে এসে বাধা, পর্যটকদের গাড়ি ভাঙচুর বেগুনকোদরে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার